
গোবিন্দগঞ্জের বহুল আলোচিত মোবাইল ফোন হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ অবশেষে গ্রেপ্তার হলো সেনাবাহিনীর বিশেষ অভিযানে। রবিবার (১৪ জুলাই) রাতের প্রথম প্রহর থেকে শুরু হয়ে সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত চলা বিশেষ অভিযানে ৩ সহযোগীসহ পলাশকে গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন, ড্রোন, সিসি ক্যামেরা, ডেবিট কার্ড, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম। প্রায় ১৫ ঘন্টাব্যাপী প্রচন্ড ঝড়-বৃষ্টির উপেক্ষা করে পরিচালিত হয় অভিযানটি।
অভিযানকালে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী হিসাবে আবু সাইদ লিটন মেম্বার, সুমন মিয়া ও সাইদুলকেও গ্রেপ্তার করে সেনাবাহিনী।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিচ্ছিলো। চক্রটি ফেসবুক আইডি, বিকাশ-নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
আটককৃতদের বর্তমানে থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
Jahan