ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পেটের ক্যানসারের লক্ষণ: অনেক আগে থেকেই দেখা দিতে পারে বিপদের সঙ্কেত

প্রকাশিত: ২২:৩৫, ১৫ জুলাই ২০২৫

পেটের ক্যানসারের লক্ষণ: অনেক আগে থেকেই দেখা দিতে পারে বিপদের সঙ্কেত

ছবি: সংগৃহীত

পেটের ক্যানসার বা স্টমাক ক্যানসার এক নীরব ঘাতক। অনেক সময় রোগটি ধরা পড়ে তখনই, যখন তা শরীরে বিস্তার লাভ করে ফেলেছে। অথচ, চিকিৎসকদের মতে—এই রোগের কিছু উপসর্গ বহুদিন আগেই দেখা দিতে শুরু করে।

সচেতন না হলে এ লক্ষণগুলো সহজেই এড়িয়ে যাওয়া হয়। তবে যদি সময়মতো লক্ষণগুলো শনাক্ত করা যায়, তাহলে অনেক আগেই চিকিৎসা শুরু করে জীবন রক্ষা করা সম্ভব।

চলুন জেনে নিই—পেটের ক্যানসারের যেসব লক্ষণ অনেক আগে থেকেই দেখা দেয়:

1.খাবার গিলতে সমস্যা হওয়া

2. পেটে হালকা ব্যথা বা চাপ লাগা

3. অল্প খাওয়াতেই পেট ভরে যাওয়ার অনুভূতি

4. ক্ষুধা লাগার কথা থাকলেও না লাগা

5. খাওয়ার পর পেট ফুলে যাওয়া বা অস্বস্তি

6. নিয়মিত অম্বল বা হজমে সমস্যা

7. বমি বমি ভাব বা কখনো কখনো বমি হওয়া

8. ইচ্ছা ছাড়াই ওজন কমে যাওয়া

9. সবসময় ক্লান্ত লাগা

10. কালো রঙের মল হওয়া

পরবর্তীতে, ক্যানসার শরীরে ছড়িয়ে পড়লে আরও মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে। যেমন:

1. বমিতে রক্ত আসা

2. চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (লিভারে ছড়ালে)

3. পেটে পানি জমে ফুলে যাওয়া

4. ত্বকের নিচে গাঁট বা চাকা অনুভব করা (লিম্ফ নোডে ছড়ালে)


বিশেষজ্ঞদের পরামর্শ, এসব লক্ষণকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। পেটের সমস্যা বলে চেপে না রেখে, উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

পেটের সামান্য অস্বস্তিও হতে পারে বড় বিপদের ইঙ্গিত। আগেভাগেই সজাগ হন।

Mily

×