ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

যে ৫ ধরনের লিংকে কখনোই ক্লিক করবেন না

প্রকাশিত: ০৪:৫৫, ১৬ জুলাই ২০২৫

যে ৫ ধরনের লিংকে কখনোই ক্লিক করবেন না

ছ‌বি: প্রতীকী

বর্তমানে আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটার—সবখানেই ইন্টারনেট ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু ইন্টারনেটে নিরাপদ থাকা খুবই জরুরি, কারণ এখানে অনেক ধরণের প্রতারণা, হ্যাকার এবং স্ক্যামার ঘুরে বেড়াচ্ছে। এদের অন্যতম হাতিয়ার হলো ভুয়া বা ক্ষতিকর লিংক। অনেক সময় আমরা না বুঝেই কোনো লিংকে ক্লিক করে ফেলি, আর তখনই শুরু হয় বিপদ। আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি মোবাইল বা কম্পিউটারের নিয়ন্ত্রণও চলে যেতে পারে হ্যাকারদের হাতে। তাই কিছু ধরণের লিংক রয়েছে যেগুলোতে কখনোই ক্লিক করা উচিত নয়।

প্রথমেই বলি, অচেনা নম্বর বা ব্যক্তির পাঠানো যেকোনো লিংক বিপজ্জনক হতে পারে। আপনি যদি হঠাৎ করেই কারও কাছ থেকে একটি বার্তা পান যেখানে একটি লিংক দেওয়া আছে, এবং বার্তার ভাষা অদ্ভুত বা তাড়াহুড়োর মতো মনে হয়, তাহলে সেটি ক্লিক করবেন না। অনেক সময় হ্যাকাররা আপনার পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নাম ব্যবহার করে লিংক পাঠায়। আপনি ভাববেন বন্ধু বা আত্মীয় পাঠিয়েছে, কিন্তু আসলে লিংকটি ভুয়া এবং ক্লিক করলে আপনার ডিভাইস সংক্রমিত হতে পারে।

দ্বিতীয়ত, ‘আপনি লটারি জিতেছেন’ বা ‘আজই ফোন জেতার সুযোগ’—এই ধরনের প্রলোভন দেখানো লিংক থেকে দূরে থাকুন। এসব লিংক সাধারণত বিজ্ঞাপন, মেসেজ বা ইমেইলের মাধ্যমে আসে। এগুলোতে ক্লিক করলে আপনি হয়তো এমন একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন যেখানে আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে বলা হবে—যেমন নাম, ঠিকানা, ফোন নম্বর বা ব্যাংকের তথ্য। আপনি ভেবে বসবেন পুরস্কার পেতে এসব তথ্য দিতে হবে, কিন্তু আসলে এসব তথ্য নিয়ে প্রতারকরা আপনার অর্থ হাতিয়ে নিতে চায়।

তৃতীয় ধরনের লিংক হলো ফেক ওয়েবসাইটের লিংক। ধরুন আপনি গুগলে সার্চ করলেন কোনো ব্যাংকের ওয়েবসাইট বা জনপ্রিয় কোনো সার্ভিস—যেমন ফেসবুক, পেপাল, বিকাশ ইত্যাদি। কিছু কিছু ভুয়া ওয়েবসাইট একদম আসল ওয়েবসাইটের মতো দেখতে হয় এবং গুগলের ফলাফলেও মাঝে মাঝে চলে আসে। আপনি যদি ঠিকভাবে না দেখেন তাহলে ভুয়া সাইটে প্রবেশ করে নিজের ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে ফেলতে পারেন, আর তখনই হ্যাকাররা সেই তথ্য চুরি করে নেয়।

চতুর্থত, সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোডের লিংকে ক্লিক করার সময় খুব সাবধান হতে হবে। অনেক ওয়েবসাইটে দেখা যায়, আপনি কিছু ডাউনলোড করতে চাচ্ছেন, হঠাৎ করে অনেকগুলো ‘Download’ বাটন চলে আসে। আপনি ভুল বাটনে ক্লিক করলে হয়তো অপ্রয়োজনীয় বা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। অনেক সময় এতে ভাইরাস থাকে, যা আপনার ফোন বা কম্পিউটারের ক্ষতি করতে পারে বা আপনার তথ্য হ্যাক করে নিতে পারে।

পঞ্চম ও সবচেয়ে বিপজ্জনক হলো ‘ফিশিং লিংক’। এই ধরনের লিংক দেখে মনে হবে আপনি আপনার ব্যাংক, অফিস বা কোনো সরকারি সাইট থেকে মেইল পেয়েছেন। বার্তাটি হবে খুব বিশ্বাসযোগ্য। কিন্তু ক্লিক করলে আপনি এমন একটি ভুয়া সাইটে যাবেন যেখানে আপনাকে লগইন করতে বলা হবে। আপনি যদি সেখানে নিজের পাসওয়ার্ড বা তথ্য দিয়ে ফেলেন, তাহলে হ্যাকারদের হাতে চলে যাবে সবকিছু।

এই জন্য সবচেয়ে ভালো উপায় হলো সচেতন থাকা। কোনো লিংকে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করে নিন। লিংকের ঠিকানাটি ভালোভাবে লক্ষ্য করুন—যদি একটু অদ্ভুত মনে হয় বা বানানে ভুল থাকে, তাহলে সাবধান হোন। অপ্রত্যাশিত মেসেজ বা ইমেইলে পাওয়া লিংক কখনোই ক্লিক করবেন না, বিশেষ করে যদি আপনি বার্তাটির উৎস সম্পর্কে নিশ্চিত না থাকেন।

সবশেষে বলব, ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করে দিয়েছে ঠিকই, কিন্তু এর নিরাপত্তা রক্ষা করাও আমাদের দায়িত্ব। আপনি যত বেশি সচেতন হবেন, তত বেশি নিরাপদ থাকবেন। একটি ভুল ক্লিকে আপনি হারাতে পারেন আপনার মোবাইল, টাকা, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য। তাই যে ৫ ধরনের লিংকের কথা বলা হলো, সেগুলো থেকে সবসময় দূরে থাকুন এবং অন্যদেরও সচেতন করুন। নিরাপদ ইন্টারনেট ব্যবহারে আমাদের সবাইকেই দায়িত্বশীল হতে হবে।

এম.কে.

×