ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

চট্টগ্রামের চন্দনাইশে দখল-দূষণে বিপর্যস্ত নিশিকান্ত চিকন খাল

মোঃ দেলোয়ার হোসেন, চন্দনাইশ, চট্টগ্রাম 

প্রকাশিত: ১১:৪২, ১৬ জুলাই ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশে দখল-দূষণে বিপর্যস্ত নিশিকান্ত চিকন খাল

ছবিঃ চট্টগ্রামের নিশিকান্ত চিকন খাল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম হারলা বরুমতি খাল থেকে শুরু হওয়া নিশিকান্ত চিকন খালটি দখল-দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। শহীদ মুরিদুল আলম সড়কের পাশে প্রবাহমান খালটি উপজেলার পশ্চিম হারলা বরুমতি খাল থেকে উৎপত্তি হয়ে চাম্পার বিলের মধ্যদিয়ে প্রবাহিত হয়।

গত ২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২.৫০ কিলোমিটার খালটি খনন করা হয়। পরবর্তীতে ২০২৪-২৫ অর্থ বছরে পুণরায় একই খালে ১.০ কিলোমিটার খাল খনন করে কৃষকদের চাষাবাদের সুবিধার্থে। কিন্তু পশ্চিম হারলার কিছু প্রভাবশালী লোক খালের মধ্যে গিল (ঝাঁক) দিয়ে যে যার মত করে দখল করে নিয়েছে। ফলে গিলে কচুরি পানা আটকে দখল-দূষণে পড়েছে খালটি। 

ইতিমধ্যে সরকারিভাবে সহকারি কমিশনার (ভূমি) নামমাত্র মূল্যে খালের ইজারা দিলেও প্রভাবশালী মহল একজন রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাটিয়ে সরকারি খালে গিল (ঝাঁক) দিয়ে দখল করে রেখেছে। ফলে খালের জলধারা বাঁধাগ্রস্থ হচ্ছে। এ খালের দুই পাশে চাম্পার বিলের কয়েক হাজার একর জমিতে ২ দফা চাষাবাদ হয়ে থাকে। মৌসুমী প্রকৃতির এই খালে সারাবছর পানি প্রবাহ থাকে না। শুষ্ক মৌসুমে অনেকটা পানিশূন্য হয়ে পড়ে এই খালটি। বর্ষাকালে খালটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বৃদ্ধি পায়। এ সময় প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। দখল-দূষণে বিপর্যস্ত নিশিকান্ত চিকন খাল ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। খালের পাড়ে কোন ধরণের গাছপালা না থাকার কারণে তার প্রকৃত রূপ হারাচ্ছে।

স্থানীয়দের মতে, নিশিকান্ত চিকন খালটি প্রায় শতবছর পূর্বে সূচিত হয়েছিল। খালে মাছ ধরে অনেকে জীবন-জীবিকা যেমন চালাচ্ছেন তেমনি খাবারের পাতেও খালের মাছ একটি স্বাভাবিক বিষয়। কিন্তু দখলে বিপর্যস্ত এই খালে এখন মাছ পাওয়া গেলেও তা কিছু সংখ্যক মানুষ ব্যবহার করছে। এলাকার সাধারণ মানুষ খালে জাল দিয়ে মাছ ধরার সুযোগ পাচ্ছে না। এছাড়া খালের দুই পাড় দখল করে পাড়ের মাটি সরিয়ে অবৈধভাবে সবজি ক্ষেত করার পাশাপাশি দখলে রাখতে কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করতে দেখা গেছে। তীর দখল হয়ে সেগুলো ধীরে ধীরে সর্পিলাকার ধারণ করছে। নিশিকান্ত চিকন খালকে বাঁচাতে হবে। 

খাল দখলদারদের উচ্ছেদ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এক্ষেত্রে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন তারা। কিছু কিছু দখলদার দীর্ঘদিন ধরে খালের ভিতরে অবৈধভাবে গিল (ঝাঁক) দিয়ে দখল করে রাখায় স্থানীয়রা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দখল অপসারণের দাবী জানিয়েছেন। 
 

নোভা

×