
আগামী সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে সাবেক এমপি কেন্দ্রিয় বিএনপি সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবকে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ায় বিপুল গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বেড়া উপজেলার কাজিরহাট ঘাটে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন পাবনা-২ আসনে সাবেক সংসদ সদস্য ও পাবনা-২ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব।
সমাবেশে একেএম সেলিম রেজা হাবিব আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সামছুর রহমান সমেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতৃবৃন্দ।
রাজু