ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে হয়তো পারবো না:সালেহ উদ্দিন সিফাত

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৪৫, ১৬ জুলাই ২০২৫

আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে হয়তো পারবো না:সালেহ উদ্দিন সিফাত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে একটি পোস্ট করেন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হামলা ও চলমান অস্থিরতা নিয়ে তিনি লিখেন,“আমরা বেশিক্ষণ প্রতিরোধ বজায় রাখতে হয়তো পারবো না। ওদের হাতে গুলি ও ককটেল; আমাদের হাতে কেবল লাঠি। দুয়েকটা জেলা ছাত্রলীগ সভাপতিকেও অস্ত্র হাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আমাদের কোনো আস্থা নাই। জনতাই বৈধতা।”
 

তিনি দেশের সব জেলা ইউনিটকে হাইওয়েতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে লেখেন, “আপনারা জেলাগুলোর হাইওয়ে ব্লক করুন। কোনো জেলায় কোনো আওয়ামী খুনি বের হতে চাইলে এবং ধৃষ্টতা দেখাতে চাইলে তাকে প্রতিহত করুন।”

 


 

তিনি আরও দাবি করেন, এই আন্দোলনের চূড়ান্ত বিজয় আসবেই। পোস্টের একেবারে শেষে তিনি লেখেন, “আমরাই জিতবো, ইনশাআল্লাহ! ইনক্বিলাব জিন্দাবাদ!”

আফরোজা

আরো পড়ুন  

×