
গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে সাধারণ ছাত্র ও জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৭টার পর থেকে মেলান্দহ থানার সম্মুখে এই অবরোধ শুরু হয়। সন্ধ্যার পর থেকেই সাধারণ ছাত্র ও এনসিপি সমর্থকরা মিছিল নিয়ে বাজার এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে মূল সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২০–১৫০ জন আন্দোলনকারী ‘গণতন্ত্র হত্যা বন্ধ করো’, ‘ছাত্রদের ওপর হামলা কেন’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে মেলান্দহ বাজারের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীরা জানান, হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলবে এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
Jahan