ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফোল্ডেবল ফোনে কার রাজত্ব? Galaxy Z Fold 7 নাকি Magic V5

প্রকাশিত: ০০:৫৫, ১৭ জুলাই ২০২৫

ফোল্ডেবল ফোনে কার রাজত্ব? Galaxy Z Fold 7 নাকি  Magic V5

ভাঁজযোগ্য স্মার্টফোনের জগতে স্যামসাং ও অনার এখন চুপিসারে এক অদৃশ্য প্রতিযোগিতায় লিপ্ত—কার ফোন সবচেয়ে পাতলা? অনার তাদের নতুন Magic V5 নিয়ে দাবি করেছে এটি “বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবল”, কিন্তু একসাথে রাখা দু’টি ফোনের ভিডিও দেখার পর অনেকেই সেই দাবিতে সন্দেহ প্রকাশ করছেন।

চীনে সম্প্রতি Magic V5 লঞ্চ করেছে অনার। তারা জানিয়েছে, ফোনটি ভাঁজ অবস্থায় মাত্র ৮.৮ মিমি পুরু (Ivory White মডেলের ক্ষেত্রে)। অন্যদিকে, স্যামসাংয়ের আসন্ন Galaxy Z Fold 7 ফোনের অফিসিয়াল তথ্য অনুযায়ী পুরুত্ব ৮.৯ মিমি—অর্থাৎ সামান্য মোটা। কিন্তু বাস্তবের একটি তুলনামূলক ভিডিও যেন বলছে ভিন্ন কিছু।

টেক দুনিয়ায় পরিচিত লিকস্টার UniverseIce একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যেখানে স্যামসাং ও অনারের ফোন দুটি পাশাপাশি রাখা হয়েছে। প্রথম দেখায় দু’টি ফোন প্রায় সমান পুরু মনে হলেও, একটি সাধারণ কার্ড টেস্ট সব পরিষ্কার করে দেয়। কার্ডটির ওপর একটি ছোট বল গড়িয়ে অনার ফোনের দিকে চলে যায়, যা বোঝায় যে সেটি তুলনামূলকভাবে সামান্য উঁচু। এমনকি মাইক্রোমিটার দিয়েও পরিমাপ করে দেখা গেছে, স্যামসাং ফোনটি আসলে একটুখানি হলেও পাতলা।

আরও একটি ভিডিওতে অনার Magic V5-এর সঙ্গে Oppo Find N5 ফোনের তুলনাও করা হয়েছে, যাতে অনারের ‘সবচেয়ে স্লিম’ দাবি আরও দুর্বল হয়ে পড়ে।

Jahan

×