
সৌদি আরবজুড়ে মুদি দোকান, কিয়স্ক ও সুপারমার্কেটে তামাকজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়। সোমবার এক সরকারি নির্দেশনায় জানানো হয়, খাদ্য নিরাপত্তা বাড়ানো, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং ভোক্তা সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে উৎপাদিত ও মোড়কজাত সব ধরনের তামাকপণ্য, যেমন সাধারণ ও ই-সিগারেট, শীশা ও এ জাতীয় অন্যান্য সামগ্রী। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত এসব পণ্য এখন থেকে মুদি দোকানে বিক্রি করা যাবে না। মুদি দোকান বলতে এখানে বোঝানো হয়েছে এমন প্রতিষ্ঠান যা মোড়কজাত খাদ্যসামগ্রী, পার্সোনাল কেয়ার পণ্য, জীবাণুনাশক ও প্লাস্টিক-পেপারজাত সামগ্রী বিক্রির অনুমোদনপ্রাপ্ত এবং যার ন্যূনতম আয়তন ২৪ বর্গমিটার।
কিয়স্ক সংজ্ঞায় বলা হয়েছে, এটি একটি ছোট, কখনও কখনও দেয়ালহীন স্ট্যান্ড-অ্যালোন কাঠামো, যা শহরের নান্দনিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা হয় এবং যেখানে মুদি পণ্য বিক্রি করা হয়।
এছাড়া যেসব জায়গায় তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে সেখানে এগুলো প্রদর্শন করা যাবে না। দোকানিকে এসব পণ্য ভেতরে রাখতে হবে। যাদের বয়স ১৮ হয়নি তারা তামাক পণ্য কিনতে পারবেন না। দোকানি চাইলে বয়স যাচাই করতে পারবেন।
সৌদি আরবে তামাক ও সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। তবে সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। কেউ সরকারি ভবন, চিকিৎসা কেন্দ্র, বাস, ট্রেন, বিমান এসব জায়গায় সিগারেট খেতে পারবেন না। এছাড়া কর্মক্ষেত্রেও প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ। যারা ধুমপান করতে চান তাদের নির্ধারিত স্থানে গিয়ে ধুমপান করতে হবে।
সানজানা