ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০:৩৩, ১৫ জুলাই ২০২৫

কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত

ছবি: জনকণ্ঠ

কক্সবাজারের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় আহত রহিম উদ্দিন সিকদার মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ছয়টায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহত রহিম উদ্দিন সিকদারের ভাই শফিকুর রহমান জানান, গত রবিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইদের মারধর করা হয়। তিনি জানান, স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জামাই মিজান, মুজিব, এনাম এরা সবাই হামলা চালায়। পরে মুমূর্ষু অবস্থায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে রহিম সিকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জল জানান, ফাতেরঘোনা ইউনিট জামায়াতে ইসলামী সভাপতির হাতে ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছে।
রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

আবির

×