
ছবি: জনকণ্ঠ
কক্সবাজারের সাগর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় গুটিকয়েক কলেজ থাকলে ও নেই অনার্স কিংবা ডিগ্রি সমমানের কোন কলেজ। ফলে ক্রমশ হ্রাস পাচ্ছে উচ্চ শিক্ষার হার। দ্বীপে নামমাত্র মহিলা ডিগ্রি কলেজ থাকলে ও চালু নেই ডিগ্রি সমমান শিক্ষা ব্যবস্থা । উচ্চ শিক্ষা গ্রহনের জন্য পাড়ি দিতে হয় কক্সবাজার কিংবা চট্টগ্রাম সদরে ।
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শিক্ষার হার ৭৭% থাকলে ও, আছে মাত্র ৫ টি কলেজ এর মধ্যে একটি সরকারি কলেজ, ৩টি বেসরকারি কলেজ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি টেকনিক্যাল কলেজ, দ্বীপের শিক্ষার্থীদের সর্বশেষ ঠিকানা এইচএসসি সমমানের পরীক্ষা পর্যন্ত। এইচএসসির গন্ডি পার হলেই অনিশ্চিত হয় হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের।
শিক্ষার্থী মোহাম্মদ তামিম বলেন, কুতুবদিয়ায় এইচএসসি সমমান শেষ করার পর অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন থেমে যায়, দ্বীপে অনার্স বা ডিগ্রি সমমানের কলেজ না থাকায় কক্সবাজার বা চট্টগ্রামে এডমিশন নিতে হয়, শহরে পড়ালেখা ব্যায়বহুল বিদায় সবার পক্ষে সম্ভব হয় না। দাবি জানান, দ্বীপের একমাত্র সরকারি কলেজকে ডিগ্রি অনার্সে উন্নীত করনের।
কুতুবদিয়া দ্বীপের সর্বস্থরের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি কুতুবদিয়া সরকারি কলেজকে ডিগ্রি অনার্সে উন্নীতকরণের, এতে করে দ্বীপে শিক্ষার হার অনেকাংশে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
শহীদ