ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হোটেল রুম থেকে বের হলো শিশুর মমি হয়ে যাওয়া মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ০৯:২০, ১৬ জুলাই ২০২৫

হোটেল রুম থেকে বের হলো শিশুর মমি হয়ে যাওয়া মরদেহ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে এক নারীর হোটেল রুম থেকে তার কন্যাশিশুর মমি হওয়া লাশ উদ্ধার হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪৬ বছর বয়সী কিম্বারলি মুর নামে ওই নারীকে লাশ গোপন রাখা এবং মৃত্যুর তথ্য না জানানোর অভিযোগে আটক করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে গত ১১ জুলাই, যখন মেমফিস শহরের লোরেন্স রোডে অবস্থিত "হোম ইন সুইটস" হোটেলের এক কর্মচারী পুলিশকে খবর দেন। তিনি জানান, এক মহিলা নিজেকে হোটেল মালিকের স্ত্রী বলে দাবি করছেন এবং কর্মীদের কাজ তদারকি করতে এসেছেন।

শেলবি কাউন্টির শেরিফ বিভাগ হোটেল কক্ষে প্রবেশ করলে তারা তীব্র দুর্গন্ধ টের পান। কিম্বারলিকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো গন্ধ পাচ্ছেন না বলে দাবি করেন। তদন্তকারীরা রুমে ঢুকে বিছানায় তার মেয়ে ক্লোই মুরের মরদেহ খুঁজে পান। মেয়েটি ছিল অতিমাত্রায় অপুষ্ট, রুগ্ন ও আংশিকভাবে মমি অবস্থায়।

মেডিকেল এক্সামিনারের মতে, মরদেহের চারপাশে উড়ছিল মাছি, ত্বক শুকিয়ে গা গাঢ় রঙ ধারণ করেছিল এবং শরীর অনেকটা সংকুচিত হয়ে পড়েছিল যা ইঙ্গিত করে, সে বহু আগেই মারা গিয়েছিল।

তদন্তে জানা যায়, কিম্বারলি পুলিশকে বলেন, "আমার মেয়ে এখনো আমার সঙ্গে আছে, আর ঈশ্বরও আমাদের সঙ্গে আছেন।" তিনি আরও বলেন, "আমি প্রতিদিন বাইবেল পড়ি।"

তদন্তকারীরা মনে করছেন, কিম্বারলি মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন এবং হ্যালুসিনেশনে ভুগছিলেন, যেখানে তিনি বিশ্বাস করছিলেন তার মেয়ে এখনো জীবিত।

তবে তদন্ত চলমান, এবং অপরাধমূলক কোন যোগসূত্র রয়েছে কিনা তা এখনও উড়িয়ে দেওয়া হয়নি। কিম্বারলিকে ১৫ জুলাই পুনরায় আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

মুমু ২

×