
ছবি: জনকণ্ঠ
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ২৭০টি আসনে জয়লাভ করবে। এই ক্ষেত্রে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নির্দেশিত গাইডলাইনকে অনুসরণ করতে হবে।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী দলের নতুন সদস্য সংগ্রহ ও পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল নেতা-কর্মীদের সর্তক করে বলেছেন, আমাদের দলীয় কোনো নেতাকর্মীদের কারণে জনসাধারণ কষ্টে না পড়ে. ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মীর হেলাল তারেক রহমান সম্পর্কে বলেন, তিনি হলেন বাংলাদেশের আকাশের উদীয়মান সূর্য। তার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। আল্লাহ ছাড়া কেউ তারেক রহমানকে ঢেকে রাখতে পারবেনা।
এর আগে তিনি রাঙামাটিতে পৌঁছালে নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন। এই সময়ে শহরের বনরূপা থেকে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানস্থলে যায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মীর হেলাল ৫জনের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম তুলে দেন।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কমিটির টিম প্রধান ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক ছাত্রনেতা ও সদস্য মোঃ ইব্রাহিম, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোর্শেদ আলম ও সাবেক ছাত্রদল নেতা মেরাজ আজিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে উক্ত অনুষ্টান সঞ্চালনা করেছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এসময় বিপুল সংখ্যাক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আবির