ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

টাকায় লুকিয়ে আছে যে অসুস্থতা

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ জুলাই ২০২৫

টাকায় লুকিয়ে আছে যে অসুস্থতা

ছবি: সংগৃহীত

আপনি জানেন কি, যেই টাকা আপনার শারীরিক সুস্থতা ও জীবনযাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসঙ্গ, সেই টাকাই হতে পারে আপনার অসুস্থতার প্রধান কারণ? বিশেষ করে কাগজের নোট—যা প্রতিনিয়ত এক হাত থেকে অন্য হাতে ঘুরে বেড়ায়, আর সঙ্গে ছড়িয়ে নিয়ে যায় হাজারো জীবাণু।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আমাদের ব্যবহৃত কাগজের নোট কিংবা কয়েনের গায়ে থাকতে পারে নানা ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মোল্ড এবং আরও বহু ক্ষতিকর জীবাণু। একটিমাত্র কাগজের নোটেই থাকতে পারে ৩,০০০ থেকে ১০,০০০ ধরনের ব্যাকটেরিয়া! আরও ভয়াবহ তথ্য হলো—গবেষণা বলছে, ৯৪ শতাংশ নোটেই রোগ সৃষ্টিকারী প্যাথোজেন জীবাণু পাওয়া গেছে। পুরনো, ছেঁড়া কিংবা ময়লা নোটে এই জীবাণুর পরিমাণ হয় আরও বেশি।

এতোসব জীবাণু আমাদের শরীরে ঢুকলে কী হতে পারে? পেটের রোগ, চর্মরোগ, ভাইরাল ফ্লু, এমনকি হেপাটাইটিস-এ’র মতো মারাত্মক রোগও ছড়াতে পারে এই টাকার মাধ্যমে। অথচ এই একই নোট আমরা কখনো খাবার পরিবেশনকারী হাতে দেখি, কখনো ছোট বাচ্চাদের হাতে!

তবে সচেতন হলে কিছুটা হলেও এড়ানো সম্ভব এই স্বাস্থ্যঝুঁকি। করণীয় কী?

  • টাকা ধরার পর ভালো করে হাত ধুয়ে ফেলুন বা স্যানিটাইজ করুন।
  • খাওয়ার আগে কিংবা শিশুদের খাবার দেওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন।
  • যতটা সম্ভব ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন—নগদ, বিকাশ, রকেট বা অন্য যেকোনো মোবাইল লেনদেনের মাধ্যমে লেনদেন করুন।
  • পুরনো নোট ধরার সময় গ্লাভস বা টিস্যু ব্যবহার করুন।

সবশেষে মনে রাখুন, টাকা আমাদের প্রয়োজন, কিন্তু স্বাস্থ্য তার চেয়েও বেশি প্রয়োজন। তাই টাকাকে ভালোবাসুন, কিন্তু জীবাণুকে নয়। টাকা যেন অসুস্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন—কারণ আপনি সুস্থ থাকলেই কেবল অর্থ উপার্জনের আনন্দ উপভোগ করতে পারবেন।

শেখ ফরিদ 

×