
ছবি: সংগৃহীত।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গনে কাজ করে যাচ্ছেন। অভিনয় দক্ষতা ও পরিশীলিত উপস্থিতির জন্য দর্শক ও নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি বহু আগে থেকেই শীর্ষে। তবে তাঁর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই এবার টালিউডে নতুন এক রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জয় বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়া আহসানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি শিল্পীদের টালিউডে ‘রেড কার্পেট’ দেওয়া হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গের শিল্পীরা বাংলাদেশে কাজ করার সুযোগ পান না।
কলকাতা পৌরসভার কাউন্সিলর, তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র জয় বিশ্বাস বলেন, “আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি ট্যালেন্ট নেই যে, জয়ার সেই রোল প্লে করতে পারবে না?” তিনি আরও বলেন, “বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?”
যদিও তিনি নিজেই জানিয়েছেন, এই মন্তব্য তাঁর একান্ত ব্যক্তিগত মতামত— দল বা সরকারের অবস্থান নয়, তবে তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক ও চলচ্চিত্র অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।
জয়া আহসান বর্তমানে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত 'ডিয়ার মা' সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেটি আসছে ১৮ জুলাই মুক্তি পাবে। এতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জির মতো তারকারা।
এক দশকের বেশি সময় ধরে গৌতম ঘোষ, শ্রীজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করে টালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। কিন্তু তৃণমূলের প্রভাবশালী নেত্রীর এমন মন্তব্যের ফলে এই সফল যাত্রা নতুন এক বিতর্কের মুখে পড়ল।
এখন দেখার বিষয়, টলিউডের শিল্পী ও নির্মাতারা এবং বাংলাদেশের বিনোদন জগত থেকে কী প্রতিক্রিয়া আসে।
নুসরাত