ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কেন ভিলেন দেখলে নায়িকারা ‘বাঁচাও বাঁচাও’ বলে—জানালেন অপু বিশ্বাস

প্রকাশিত: ১৬:০৩, ১৭ জুলাই ২০২৫

কেন ভিলেন দেখলে নায়িকারা ‘বাঁচাও বাঁচাও’ বলে—জানালেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এর এক টকশোতে চলচ্চিত্রভিত্তিক আলোচনায় অংশ নেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানেই উপস্থাপক তার কাছে জানতে চান, “নায়িকারা কেন ভিলেন দেখলেই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন?”

উত্তরে অপু বিশ্বাস বলেন, “সিনেমা তো বাস্তব জীবনের প্রতিচ্ছবি। যখন ভিলেন আমাদের আটকায় বা তুলে নিয়ে যায়, তখন যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে ‘বাঁচাও’ বলা গল্পের ধারাবাহিকতার অংশ। মূলত হিরোকে কেন্দ্র করেই আমরা ‘বাঁচাও বাঁচাও’ বলি। গল্পগুলো আমাদের পারিপার্শ্বিক সমাজ থেকেই নেয়া হয়।”

তখন উপস্থাপক মজা করে প্রশ্ন তোলেন, “পারিপার্শ্বিক অবস্থা থেকে হিরো যদি ১০ কিলোমিটার দূরে থাকে, তাহলে আপনার এই ‘বাঁচাও বাঁচাও’ সে কীভাবে শুনে? আপনি তো ৯৯৯-এ ফোন দিতে পারেন।”

উপস্থাপককে উদ্দেশ করে অপু বিশ্বাসও হাস্যরসাত্মক ভঙ্গিতে জবাব দেন, “দিবো?”

আবির

×