
রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার এক ভিন্ন রূপে আসছেন। এক রহস্যময়ী নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে, যাঁর অতীতে লুকিয়ে আছে ভয়, অপার ব্যথা এবং অজানা অন্ধকার। এই চরিত্রে তিনি অভিনয় করছেন সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘নিকিতা রয়’-এ, যা আগামীকাল, ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এ সিনেমার কাহিনিতে সোনাক্ষীর চরিত্রটি কল্পনার হলেও, বাস্তব জীবনেও তাঁর কাছে ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "আমি কখনও ভূতের অস্তিত্বে বিশ্বাস করতাম না, কিন্তু এক রাতে সেই বিশ্বাস বদলে গিয়েছিল।"
তিনি জানান, এক রাতে আধঘুমে হঠাৎই শরীর নিস্তেজ হয়ে যায়, অনুভব করেন অশরীরী কোনো সত্তার উপস্থিতি। "সে রাতটা ছিল ভয়াবহ," বলেন সোনাক্ষী, যেটি তাঁর মনে আজও গভীর দাগ রেখেছে। এ অভিজ্ঞতা, হয়তো তার চরিত্র নিকিতার প্রস্তুতির সময়ই মনে ফিরে এসেছে।
‘নিকিতা রয়’ সিনেমায় সোনাক্ষীকে দেখা যাবে এক নারীর ভূমিকায়, যার জীবন অদ্ভুত ঘটনার সমাহারে পূর্ণ। অতীতের অপূরণীয় ব্যথা এবং মানসিক বিভ্রান্তি মিলিয়ে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। সিনেমার চিত্রনাট্য পবন কৃপালানির, যিনি ‘ফোবিয়া’ এবং ‘ভূত পুলিশ’ সিনেমায় তার দক্ষতা দেখিয়েছেন।
সোনাক্ষীর ভাই কুশ সিনহা পরিচালিত এই সিনেমা, যেখানে তিনি প্রথমবারের মতো অভিনয় করছেন এক অতিমানসিক চরিত্রে। সোনাক্ষী বলেন, "এই সিনেমাটি আমার কাছে বিশেষ, কারণ এটি আমার ভাইয়ের প্রথম ছবি, এবং আমি এতে অভিনয় করতে পেরেছি। শুটিং ছিল চ্যালেঞ্জিং, কিন্তু আমি মজা পেয়েছি।"
এছাড়া, সোনাক্ষীর সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল এবং সুহেইল নায়ার। ‘নিকিতা রয়’ সিনেমা, যা আগে ২৭ জুন মুক্তি পাওয়ার কথা ছিল, এখন মুক্তি পাচ্ছে ১৮ জুলাই।
রাজু