ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নাকের লোম তুলছেন? এই ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে

প্রকাশিত: ১২:৫০, ১৭ জুলাই ২০২৫

নাকের লোম তুলছেন? এই ভুলে মৃত্যু পর্যন্ত হতে পারে

ছবি: সংগৃহীত।

চেহারার সৌন্দর্য বাড়াতে গিয়ে অনেকেই টুইজার বা চিমটার সাহায্যে নাকের লোম তুলে ফেলেন। সাময়িকভাবে দেখতে পরিষ্কার লাগলেও, এই অভ্যাস হতে পারে প্রাণঘাতী।

চিকিৎসকদের মতে, নাকের লোম আমাদের শরীরের প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে। বাইরের ধুলো-বালি ও জীবাণু এই লোমে আটকে যায়, যা ফুসফুসে প্রবেশ ঠেকায়। কিন্তু এই লোম উপড়ে ফেললে লোমকূপের গোড়ায় তৈরি হয় ক্ষত। ফলে সেই ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া রক্তে মিশে যেতে পারে, যা ইনফেকশন ছড়িয়ে দিতে পারে শরীরজুড়ে—even মস্তিষ্কেও।

বিশেষজ্ঞরা বলছেন, নাকের ভেতরের এই সংবেদনশীল অঞ্চলটিকে বলা হয় "ডেঞ্জার ট্রায়াঙ্গেল"। এখানকার সংক্রমণ সরাসরি মস্তিষ্কে পৌঁছে যেতে পারে, যার ফলে মারাত্মক জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই কখনোই টুইজার দিয়ে নাকের লোম তুলে ফেলা উচিত নয়। পরিবর্তে নাকের বাইরে বেরিয়ে আসা লোম কাঁচি বা ট্রিমারের মাধ্যমে সামান্য ছেঁটে ফেলা নিরাপদ। বাজারে নাকের জন্য বিশেষ ধরনের ট্রিমার বা ছোট কাঁচি পাওয়া যায়—তা ব্যবহার করলেই সমস্যার সমাধান।

নুসরাত

×