ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভুলে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কী করবেন? বিপদে পড়ার আগে জেনে নিন সতর্কতা

প্রকাশিত: ১৭:৫১, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫১, ১৭ জুলাই ২০২৫

ভুলে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে কী করবেন? বিপদে পড়ার আগে জেনে নিন সতর্কতা

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে ফেললে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে সাবধান থাকা জরুরি—এমনই পরামর্শ দিলেন সাধারণ চিকিৎসক ডা. রাহুল মেহতা। এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে তা সঙ্গে সঙ্গে বিষাক্ত বা প্রাণঘাতী হয়ে ওঠে—এটি একটি ভুল ধারণা।

বাস্তবে, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধের সম্পূর্ণ কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে, সেই সময়সীমাই মূলত ওষুধের "মেয়াদ" বা "এক্সপায়ারি ডেট"। অনেক ওষুধ মেয়াদোত্তীর্ণ হলেও কিছুটা কার্যকারিতা বজায় রাখতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বা পটেন্সি কমে যায়। আর এটাই সমস্যার মূল কারণ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক, হৃদরোগের ওষুধ বা ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধের ক্ষেত্রে। এসব ওষুধের কার্যকারিতা কমে গেলে চিকিৎসা ব্যর্থ হতে পারে কিংবা রোগ আরও জটিল হতে পারে। যদিও রাসায়নিকভাবে অধিকাংশ ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও খুব একটা ক্ষতিকর হয়ে ওঠে না, তবুও সমস্যা হলো এদের অনির্দেশ্য (unpredictable) প্রভাব—যেমন পেটের সমস্যা, হালকা প্রতিক্রিয়া, কিংবা দুর্বল ওষুধ ব্যবহার করে রোগ ধামাচাপা পড়ে যাওয়া ও চিকিৎসা বিলম্বিত হওয়া।

তাই যদি ভুল করে মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলেন, তাহলে আতঙ্কিত না হয়ে শারীরিক প্রতিক্রিয়া লক্ষ্য করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, আর আগাম সতর্কতার জন্য ঘরে থাকা ওষুধগুলোর মেয়াদ নিয়মিত পরীক্ষা করে দেখা ও সময়মতো পরিবর্তন করাই উত্তম।

শিহাব

×