ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ফুটফুটে হয়ে যাবে মুখ! রাতে ঘুমানোর আগে এক ’চিমটি’ লাগান এই ৩ ’জিনিস’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৮, ১৭ জুলাই ২০২৫

ফুটফুটে হয়ে যাবে মুখ! রাতে ঘুমানোর আগে এক ’চিমটি’ লাগান এই ৩ ’জিনিস’

ছবি: সংগৃহীত

কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র। কিন্তু মুখ সুন্দর, দাগহীন আর ঝলমলে রাখা কী আর মুখের কথা? বিশেষ করে গরমে আর বর্ষায় নাগাড়ে বাড়তে থাকা ধুলো-ধোয়া-দূষণে বারোটা বাজে মুখের চামড়ার।

একদিকে শুরু হয় ব্রণ, ফুসকুড়ির জ্বালা, অন্যদিকে বাড়তে থাকে কালচে ভাব! আয়নার সামনে দাঁড়াতেই ভয় করে এমন হাল হয় মুখের। পূর্ণিমার চাঁদের মতো মুখ হয়ে যায় অমাবস্যার কালো।

মুখের জেল্লা ফেরাতে কেউ ছোটেন বিউটি পার্লার তো কেউ পাহাড়ের মতো জমাতে থাকেন ক্রিম, লোশন, আর সিরামের স্তূপ। কিন্তু আদৌ কী কাজ হয় তাতে? নাকি আলগা চটক সরতেই বেরিয়ে পরে ফ্যাকাসে ভাব।

আসলে ত্বকের সঠিক যত্ন নেওয়ার জন্য, সকালে এবং রাতে উভয় সময় ত্বকে কিছু না কিছু লাগানো প্রয়োজন। আর এক্ষেত্রে দামি ক্রিমের থেকেও বেশি কার্যকরী হতে পারে ঘরোয়া কিছু উপাদান যার জন্য এক পয়সাও খরচ হবে না আপনার।

ঠিক যেমন সকালে ত্বকের যত্ন নেওয়া হয়, তেমনি রাতে ত্বকের যত্নও গুরুত্বপূর্ণ। তবে, রাতে রাসায়নিক পণ্য প্রয়োগের পরিবর্তে, কিছু ঘরোয়া ও সম্পূর্ণ 'প্রাকৃতিক' প্রতিকার ব্যবহার করা যেতে পারে।

মুখের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি, ঘরোয়া প্রতিকারগুলি ত্বক সম্পর্কিত বিভিন্ন ধরণের সমস্যা দূর করতেও ম্যাজিকের মতো কার্যকর। এখানে জেনে নিন রাতে ত্বকে কোন জিনিসগুলি লাগানো যেতে পারে।

রাতে ত্বকে এই জিনিসগুলি লাগান:

নারকেল তেল: যদি আপনার ত্বক খুব শুষ্ক হয়, তাহলে ঘুমানোর আগে নারকেল তেল লাগাতে পারেন। নারকেল তেল ত্বকের শুষ্কতা দূর করে এবং লাগানোর সময় ত্বককে নরম করে তোলে। ত্বকের ফাটা এবং ফাটলের সমস্যা থেকে মুক্তি পেতেও নারকেল তেলের উপকারিতা রয়েছে অবিশ্বাস্য।

ভিটামিন ই ক্যাপসুল: ভিটামিন ই ক্যাপসুল মুখেও লাগানো যেতে পারে। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। আপনি এই ক্যাপসুলটি মুখে যেমন আছে তেমনই লাগাতে পারেন অথবা বাদাম তেল বা অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ত্বকের গঠন উন্নত হয়, টানটান হয়ে যায় ত্বক।

অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল ত্বকের জন্য কেবল একটি নয়, হাজারো উপকারিতার ভান্ডার। ত্বকের স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি, অ্যালোভেরা জেল ত্বকে প্রশান্তিদায়ক প্রভাবও দেয়। শীতকালে শুষ্ক বাতাসের কারণে ত্বক টানটান বোধ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে, অ্যালোভেরা ব্যবহার ত্বকের এই সমস্যা থেকে মুক্তি দেয়।

হেলথলাইনের মতে, "নারকেল তেল ও অ্যালোভেরাতে উপস্থিত ভিটামিন এ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বককে হাইড্রেট করে এবং গভীরভাবে ময়শ্চারাইজ করে, যা ত্বককে মসৃণ ও নরম করতে সাহায্য করে এবং ত্বকের শুষ্কতার সমস্যা দূর করে।"

কাঁচা দুধ: সারাদিন মুখে নানা ধরণের ময়লা লেগে থাকে। তা দূর করার জন্য কাঁচা দুধ মুখে লাগানো যেতে পারে রাতে ঘুমানোর আগে। একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে মুখে ঘষুন। কাঁচা দুধ ব্যবহারে মুখের ত্বক উজ্জ্বল হয়, ফর্সা হয় এবং মুখে জমে থাকা নোংরা মৃত ত্বকের কোষ দ্রুত ভ্যানিশ হয়।

শহীদ

×