
ম্যাচ সেরা ইফতিখার আহমেদের (ডানে) সঙ্গে কুশল বিনিময় সোহান-সৌম্যদের
গায়নায় গ্লোবাল সুপার লিগে হ্যাটট্রিক জয়ে ফাইনালে উঠে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। ১৫৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দেয় তারা। ৩২ বলে অপরাজিত ৪১ রানের পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা রংপুরের পাকিস্তানি রিক্রুটার ইফতিখার আহমেদ।
জয়ে শুরুর পর টানা তিন হারে আসর থেকে বিদায় নিল দুবাই ক্যাপিটালস। অন্যদিকে টানা তিন জয়ে ফাইনালে উঠে গেল রংপুর। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পাঁচ দলের টুর্নামেন্টে শীর্ষ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে রংপুর। খেলা শুরু বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায়।
লক্ষ্য তাড়ায় দুবাই ক্যাপিটালসের আফগান ওপেনার সেদিকউল্লাহ আতালের ৩১ বলে ৩৮ ছাড়া আর কেউ ত্রিশ ছুঁতে পারেননি। ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাইফ অফ স্পিনে ঝলক দেখান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। তার বলেই স্টাম্পড হয়ে ফেরেন সাকিব। আগের দুই ম্যাচে ৪টি করে উইকেট নিয়ে দুবারই ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া সৈয়দ খালেদ আহমেদ এবার ৩.২ ওভারে কেবল ১৪ রান দিয়ে ধরেন ২ শিকার।
শেষ ১২ বলে ২৮ রানের সমীকরণে, ১৯তম ওভারে স্বদেশি আজমাতউল্লাহ ওমারজাইকে দুটি ছক্কা ও একটি চার মেরে নাটকীয় কিছুর আশা জাগান আফগান স্পিনার কাইস আহমাদ। তবে ওই ওভারেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শেষ ওভারের দ্বিতীয় বলে ডমিনিক ড্রেকসকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন পেসার খালেদ।
এর আগে ডেন্স স্টেডিয়ামে সাকিবের ওভারে একটি ছক্কা মারার পর, ওই ওভারেই ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য। ৪ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করেন বাঁহাতি এই ওপেনার। সাত নম্বরে নেমে ইনিংসের শেষ দুই বলে দুই ছক্কায় রংপুরের স্কোর দেড়শ’ পার করেন সোহান। ৩ চার ও ২ ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ষষ্ঠ উইকেটে সোহানের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়া পাকিস্তানের ইফতিখার আহমেদ ৩২ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
প্যানেল হু