ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গাজা গির্জা হামলা: তদন্তের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০২:১৪, ১৮ জুলাই ২০২৫

গাজা গির্জা হামলা: তদন্তের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি আলজাজিরা

গাজা সিটির একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে ট্যামি ব্রুস বলেন, “এটি নিঃসন্দেহে একটি দুর্ঘটনা ছিল। তবে ঘটনাটি যেভাবেই ঘটুক, আমাদের প্রত্যাশা—ইসরায়েল পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সব ধরনের বেসামরিক নাগরিক, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই হামলার জন্য “গভীর দুঃখ” প্রকাশ করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর হামলাটি ‘ভুলবশত গুলির আঘাত’ বলে উল্লেখ করে বলেছিল, “প্রত্যেক নিরীহ প্রাণহানিই একটি ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছি।”

তবে মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজার বহু ধর্মীয় স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

শেখ ফরিদ 

×