ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইরানের পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ দাবি, কিন্তু বাস্তবতা কী?

প্রকাশিত: ১৭:৪৪, ১৭ জুলাই ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ দাবি, কিন্তু বাস্তবতা কী?

ছবি: সংগৃহীত

নতুন একটি মার্কিন মূল্যায়নে দেখা গেছে, জুন মাসে যুক্তরাষ্ট্রের আঘাত মূলত ইরানের তিনটি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু বাকি দুটি স্থাপনাকে ততটা ক্ষতি হয়নি, এনবিসি নিউজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে, যেটি বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশ পেয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় আঘাত সফল হয়েছে এবং সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে প্রায় দুই বছর পিছিয়ে দিয়েছে, দুই জন বর্তমান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে।

বাকি দুই স্থাপনা যেগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, সেগুলো ততটা ক্ষতিগ্রস্ত হয়নি এবং সেখানে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে, যদি ইরান চায়, রিপোর্টে এ কথাও বলা হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি এনবিসি নিউজকে একটি বিবৃতিতে বলেন, "যেমনটি প্রেসিডেন্ট বলেছেন এবং বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন, অপারেশন মিডনাইট হ্যামার সম্পূর্ণভাবে ইরানের পারমাণবিক ক্ষমতাকে ধ্বংস করেছে।"

পেন্টাগনের প্রধান মুখপাত্র শোন পার্নেল এনবিসিকে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন এবং আমেরিকার মানুষ বুঝতে পারে যে: ফোর্ডো, ইসফাহান এবং নাটাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ও মোটেও অবশিষ্ট নেই। এতে কোনো সন্দেহ নেই।

যুক্তরাষ্ট্র গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র বলেছে এগুলো ছিল পারমাণবিক অস্ত্র তৈরির একটি পরিকল্পনার অংশ। তেহরান দাবি করে তাদের পারমাণবিক উন্নয়ন শুধুমাত্র নৈরাজনৈতিক, শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

জুন মাসে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি প্রাথমিক মূল্যায়ন জানিয়েছিল, হামলাগুলো ইরানের পারমাণবিক প্রোগ্রামকে হয়তো মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন, ওই মূল্যায়ন আস্থা কম এবং নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলায় গুরুতর ক্ষতি হয়েছে।

আবির

×