ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কার দখলে আকাশ? শীর্ষ ১০ দেশের আধুনিক যুদ্ধবিমানের তালিকা প্রকাশ

প্রকাশিত: ২২:৩৬, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ২২:৩৮, ১৭ জুলাই ২০২৫

কার দখলে আকাশ? শীর্ষ ১০ দেশের আধুনিক যুদ্ধবিমানের তালিকা প্রকাশ

ছবি:সংগৃহীত

গ্লোবাল ফায়ারপাওয়ার ২০২৫-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের কোন দেশগুলো সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিনির্ভর বিমানবাহিনী পরিচালনা করছে। শুধু সংখ্যার বিচারে নয়, যুদ্ধবিমানগুলোর মান, কার্যক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতাও বিবেচনায় রাখা হয়েছে এই তালিকায়।

এখনকার দিনে আধুনিক যুদ্ধবিমান শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় না, বরং তা হয়ে উঠেছে একটি দেশের সামরিক ক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং নিরাপত্তার প্রতীক। আসুন দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ১০ দেশের যুদ্ধবিমান শক্তি—

১০. ফ্রান্স (৯৭৬টি বিমান)
ফ্রান্সের বিমানবাহিনী ইউরোপীয় প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত। Dassault Rafale এবং Mirage 2000-এর মতো যুদ্ধবিমান এর প্রধান ভরসা। সঙ্গে রয়েছে Airbus A330 MRTT, C-130 Hercules ও E-3F AWACS-এর মতো আধুনিক উড়োজাহাজ।

৯. তুরস্ক (১,০৮৩টি বিমান)
নেটো সদস্য তুরস্ক সম্প্রতি নিজস্ব স্টেলথ ফাইটার জেট TF KAAN তৈরির মাধ্যমে আলোচনায় উঠে এসেছে। এই দেশটি ড্রোন ও মাল্টিরোল যুদ্ধবিমান ব্যবহারে পারদর্শী, যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়িয়েছে।

৮. মিশর (১,০৯৩টি বিমান)
মিশর আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার বিভিন্ন ধাঁচের যুদ্ধবিমান পরিচালনা করে। অঞ্চলিক নিরাপত্তা ও শান্তিরক্ষায় এদের বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৭. পাকিস্তান (১,৩৯৯টি বিমান)
ভারতের সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখতে পাকিস্তান শক্তিশালী বিমানবাহিনী গড়ে তুলেছে। তাদের বহরে রয়েছে JF-17 Thunder, F-16, Mirage-সহ নানা ধরণের ফাইটার জেট।

৬. জাপান (১,৪৪৩টি বিমান)
জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স অঞ্চলের নিরাপত্তায় অত্যন্ত সক্রিয়। আধুনিক Mitsubishi F-2 ও আমেরিকার F-35 স্টেলথ ফাইটার তাদের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র।

৫. দক্ষিণ কোরিয়া (১,৫৯২টি বিমান)
উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল। দেশটির নিজস্বভাবে তৈরি KF-21 Boramae এখন ভবিষ্যতের স্টেলথ জেট হওয়ার পথে।

৪. ভারত (২,২২৯টি বিমান)
ভারতের বিমানবাহিনী এখন শুধু আকাশ প্রতিরক্ষায় নয়, আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। ফরাসি Rafale, রুশ Sukhoi Su-30MKI, দেশীয় HAL Tejas এবং Mirage 2000 এর মতো যুদ্ধবিমান এর আধুনিক বহর গড়ে তুলেছে।

৩. চীন (৩,৩০৯টি বিমান)
চীনের Chengdu J-20 ‘Mighty Dragon’ যুদ্ধবিমান মার্কিন F-22 ও F-35-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করা হয়েছে। দেশটি ড্রোন ও স্টেলথ প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে।

২. রাশিয়া (৪,২৯২টি বিমান)
রাশিয়া তার ঐতিহ্যবাহী সামরিক শক্তির ধারাবাহিকতা বজায় রেখে আধুনিক ফাইটার জেট তৈরি করছে। Sukhoi Su-57 এবং Su-35S হলো তাদের সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধবিমান।

১. যুক্তরাষ্ট্র (১৩,০৪৩টি বিমান)
যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহিনীর অধিকারী। তাদের বহরে রয়েছে অত্যাধুনিক F-22 Raptor, F-35 Lightning II, F-15EX Eagle II ও F/A-18E/F Super Hornet। শুধু প্রযুক্তিই নয়, অভিযান পরিচালনায় দক্ষতাতেও তারা অনেক এগিয়ে।

বিশ্লেষণ:
এই তালিকা থেকে স্পষ্ট যে, আধুনিক যুদ্ধবিমান এখন শুধু যুদ্ধের জন্য নয়—বরং প্রতিরক্ষা, নজরদারি, এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের এক অন্যতম মাধ্যম। দেশগুলো প্রতিনিয়ত এই প্রযুক্তিতে বিনিয়োগ করে নিজেদের শক্তি ধরে রাখার চেষ্টা করছে।

 

 
 
 

মারিয়া

×