আমাদের কিডনি শরীরের ফিল্টারের মতো কাজ করে, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ, অতিরিক্ত পানি ও বিষাক্ত উপাদান দূর করে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে বর্জ্যের সঞ্চয় হয়, যা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে কিডনি কাজ কমে গেলে ক্রনিক কিডনি ডিজিজ (CKD) দেখা দেয়। রোগ ধরা পড়লে সময়মতো চিকিৎসা নেয়া যায়, তাই এই প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি।