ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

স্বাস্থ্য

স্বাস্থ্য বিভাগের সব খবর

গ্যাস্ট্রিকের দুশ্চিন্তা? রোজা রাখলে গ্যাস্ট্রিকে উপকার হয়

গ্যাস্ট্রিকের দুশ্চিন্তা? রোজা রাখলে গ্যাস্ট্রিকে উপকার হয়

গবেষণা বলছে ,রোজা রাখলে গ্যাস্ট্রিকের উপকার হয়।ডক্টর জাহাঙ্গীর কবির বলেন,হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে গ্যাস্ট্রিক আলসার তৈরী হয়। এই হেলিকোব্যাক্টর পাইলোরি অ্যাসিডিক পরিবেশে ভালো থাকতে পারেনা। তাই সে এসিডিক পরিবেশে যখন বড় হয় তার নিজের চতুর্দিকে একটি বলয় তৈরি করে এসিডকে নিউট্রালাইজড করে।এটা ঘটে আমাদের পকস্থলির ভেতরে। গবেষণায় দেখা গেছে, এই হেলিকোব্যাক্টর পাইলোরি ধ্বংস করা সম্ভব রোজার মাধ্যমে। রোজা রাখলে এটা বেশিক্ষণ টিকতে পারে না।খালিপেটে থাকলে এই হেলিকোব্যাক্টর পাইলোরি ধ্বংস হয়ে যায়।ফলস্বরূপ, রোজা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির মাধ্যম নয়, বরং গ্যাস্ট্রিক সমস্যার বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরোধক হিসেবেও কাজ করে। রোজা রাখার ফলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া কমে যায়, যা হেলিকোব্যাক্টর পাইলোরির জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। দীর্ঘ সময় খাদ্য গ্রহণ না করার কারণে পেট পরিষ্কার থাকে, এবং এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এটি শুধুমাত্র গ্যাস্ট্রিক সমস্যার সমাধান নয়, বরং পাকস্থলীর সুস্থতার জন্য একটি প্রাকৃতিক পদ্ধতি।

নিজের চিকিৎসা নিজেই করলেন ডাক্তার

নিজের চিকিৎসা নিজেই করলেন ডাক্তার

চিকিৎসকেরা রোগী দেখেন। তাদের সারিয়ে তোলেন। কিন্তু এবার চিকিৎসক নিজেই হলেন রোগী। আর নিজেই নিজেকে সারিয়ে তুললেন। এমনই এক চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, চেন উই নং নামে ওই প্লাস্টিক সার্জন তাইওয়ানের বাসিন্দা। তিনি নিজেই ভ্যাসেক্টমি অপারেশন করলেন। শুধু তাই নয়, সেই অপারেশনের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ভিডিওটি।  ওই চিকিৎসকের নিজেরই একটি ক্লিনিক রয়েছে তাইপাই সিটিতে। তিন সন্তান রয়েছে তার। তিনি জানিয়েছেন, তার স্ত্রী চান না তার আর সন্তান হোক। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি অপারেশনের পুরো প্রক্রিয়া ভিডিও করেন, এরপর তিনি সেটাকে ফেসবুকে পোস্ট করেন। তিনি জানান, অনেকেরই এই অপারেশনে ভয় থাকে। সেই ভয় কাটাতে তিনি সকলের সামনে ভিডিওটি এনেছেন।  পুরো অপারেশন করার ১১টি ধাপ রয়েছে। প্রাথমিকভাবে অ্যানেস্থেশিয়া করার পর অপারেশন শুরু করা হয়। এই অপারেশন বেশ জটিল হলেও এটি করতে মোট সময় লেগেছে মাত্র ১৫ মিনিট। তিনি এদিন বলেন, মহিলাদের জন্য বন্ধ্যত্বকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য। সেই তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই প্রক্রিয়া তুলনামূলকভাবে অনেক সহজ।