প্রথমবার দেখলে যে কারো মনে হবে তিনি কোনো মডেল। স্রেফ মডেল নয়, তার চেহারার লাস্য কিংবা আত্মবিশ্বাস দেখলে এই নারীকে সুপার মডেলও মনে হতে পারে। সোশ্যাল মিডিয়ায় তার একটা ছবিই রীতিমতো ঝড় তুলতে পারে। জনপ্রিয় অভিনেত্রীদেরও বলে বলে গোল দিতে পারেন এই তরুণী। তবে মুখের কথায় নয়, তিনি বাস্তবেই গোল দিতে অভ্যস্ত।