ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

ফুটবল

মাঠে ফিরে খুব খুশি নেইমার

মাঠে ফিরে খুব খুশি নেইমার

ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি থেকে গত বছরই সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। কিন্তু একের পর এক চোটে নতুন ক্লাবের হয়ে পাঁচটির বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাওয়া চোট থেকে সেরে উঠতে পরের মাসে এন্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট থেকে সেরে উঠতে করান অস্ত্রোপচার। এ কারণে গত জুন-জুলাইয়ের কোপা আমেরিকায়ও খেলতে পারেননি। এক বছরের বেশি সময় পর মাঠে ফিরলেন। আল আইনের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষদিকে মাঠে নেমে ভালোমতোই শেষ করেন আল হিলালের তারকা ফরোয়ার্ড। ‘আমি ভালো বোধ করছি। আমি সবসময় ভালো দল পেয়েছি। আমি খুব খুশি। আমি ফিরে এসেছি! আমি ফিরে এসেছি! আমি খুব খুশি।’ প্রতিক্রিয়ায় বলছিলেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার। কঠিন পুনর্বাসন প্রক্রিয়ায় পুরোপুরি সুস্থ হয়ে দুই দিন আগে অনুশীলনে ফেরেন নেইমার। দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে সোমবার এই ম্যাচের ৭৭তম মিনিটে বদলি নামেন নেইমার। ওই সময় ৫-৩ গোলে এগিয়ে ছিল হিলাল।

সর্বশেষ

জনপ্রিয়