ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের বিপক্ষে ইউরোপীয়ান টুর্নামেন্টের প্রতিযোগিতায় কখনো জয়ের স্বাদ পায়নি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। অবশেষে মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে প্যারিসের ক্লাবটি ১-০ গোলে হারাল আর্সেনালকে। সুদীর্ঘ ইতিহাসে ইউরোপীয়ান টুর্নামেন্টের মুখোমুখি লড়াইয়ে এই প্রথম গানারদের বিপক্ষে জয়ের দেখা পেল পিএসজি।