উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ির একাধিক লেকে রয়েছে কায়াকিংয়ের ব্যবস্থা। মেট্রোরেলে গেলে নামতে হবে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনে।গত কয়েক দিন বৃষ্টিবাদল ভালোই হয়েছে। পুকুর, খালবিল, হ্রদ পানিতে টইটম্বুর। বর্ষার মাঝামাঝি এই সময়টায় অনেকে জলভ্রমণ করতে চান। শহরের মধ্যেই এমন ব্যবস্থা থাকলে তো কথাই নেই।