বাংলাদেশের মানচিত্রে ময়মনসিংহ একটি খুবই পরিচিত নাম। ময়মনসিংহ জেলার পূর্বনাম ছিল নাসিরাবাদ ও মোমেনশাহী। মোঘল আমলে, "মোমেনশাহী" এক সাধকের নামের সাথে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল। যা পরে ময়মনসিংহ নামে পরিচিত হয়। এছাড়াও, ষোড়শ শতাব্দীতে হোসেন শাহ'র পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ'র নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল নাসিরাবাদ। এটি একসময় জেলা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে তা বিভাগে পরিণত হয়েছে। ময়মনসিংহ কীসের জন্য বিখ্যাত তা জানার কৌতূহল রয়েছে অনেকেরই মনে।