ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দশ টাকার বাদামে তিন টাকার লোভ: শহরের অলিতে-গলিতে নৈতিকতার সংকট!

শামসুর রহমান হৃদয়, কন্ট্রিবিউটিং রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ০১:২২, ১৬ জুলাই ২০২৫

দশ টাকার বাদামে তিন টাকার লোভ: শহরের অলিতে-গলিতে নৈতিকতার সংকট!

ছবি : গাইবান্ধার বড় মসজিদ মোড় থেকে তোলা।

আমরা প্রতিদিন পথে বের হলে নানা ধরনের ছোটখাটো অনিয়ম দেখি। অনেক সময় নিজেও অজান্তে সেই অনিয়মের অংশ হয়ে যাই। এমনই একটি দৃশ্য প্রায়শই চোখে পড়ে গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ে, হাটে বা বাজারে—সেখানে বাদাম বিক্রি করছেন একজন খেটে খাওয়া মানুষ। তার সামান্য পুঁজির ওপর ভরসা করে সারা দিন ঠেলাগাড়ি ঠেলে বিক্রি করছেন বাদাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বেশিরভাগ ক্রেতাই দাম চূড়ান্ত করার আগেই দুই-একটি বাদাম মুখে দিয়ে ফেলেন। কেউ কেউ একাধিক খেয়েও “একটু টেস্ট করলাম” বলে এড়িয়ে যান।

গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকায় বাদাম বিক্রেতা রমিজ আলী বলেন, “ভাই, অনেকেই বাদাম টেস্ট করার নামে খেয়ে ফেলে। এক-দুইটা বাদাম না, অনেক সময় হাতে নিয়েই খায়। কেউ আবার কিছু না কিনেই চলে যায়। দিনে যদি ২০ জনও এমন করে, আমার তো অন্তত ২০-৩০ টাকার ক্ষতি হয়ে যায়।” এই ক্ষতির অঙ্কটা আমাদের কাছে সামান্য মনে হলেও, একজন দিনমজুরের জন্য সেটি অনেক।

সামাজিক সচেতনতা সংগঠনের সদস্য শাহ আলম বাবলু  বলেন, “আমরা নৈতিক শিক্ষার কথা বলি, কিন্তু বাস্তব জীবনে তার চর্চা করি না। এটি কেবল ‘ফ্রি বাদাম’ খাওয়ার বিষয় নয়—এটি আমাদের মানসিকতার সংকট। ছোট খাট চুরি বা অনৈতিকতা থেকেও সমাজে বড় অপরাধ জন্ম নেয়।”

গাইবান্ধার  স্থানীয় সাধারণ পথচারী  সাকিব বলেন, “এমন আচরণ সমাজে একটি বাজে দৃষ্টান্ত তৈরি করে। আমাদের উচিত এসব বিষয়ে স্কুল, কলেজ এবং পরিবারের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টি করা।”

সাংবাদিক আতিকুর রহমান আতিক বলেন, “বাদাম, ফল, চানাচুর—এসব রাস্তায় বিক্রি হয় বলেই আমরা খেয়াল করি না, কিন্তু যারা বিক্রি করেন তারা এই অল্প টাকাই সন্ধ্যাবেলা সন্তানদের মুখে খাবার তুলে দেন। এমন ছোটখাটো অন্যায়কে সামাজিকভাবে না বলার এখনই সময়।”
গণসচেতনতা তৈরির পাশাপাশি এমন আচরণকে নিরুৎসাহিত করা প্রয়োজন। ক্রেতাদের সচেতন হতে হবে—রাস্তার খেটে খাওয়া মানুষকে ঠকিয়ে কখনোই উন্নত সমাজ গড়া সম্ভব নয়।

ছোট ছোট আচরণই বড়সড় মানসিকতার পরিচয় দেয়। যারা রাস্তায় দাঁড়িয়ে কষ্ট করে রোজগার করেন, তাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। তারা দয়া করে বাদাম দেন, কিন্তু আমাদের অধিকার নেই বিনা অনুমতিতে তা খেয়ে ফেলার। পরিবর্তন শুরু হোক আমাদের আচরণ থেকেই।

 

রাজু

×