ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

হারিয়ে যাওয়া রোগগুলো আবার ফিরে আসছে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:২৩, ১৬ জুলাই ২০২৫

হারিয়ে যাওয়া রোগগুলো আবার ফিরে আসছে?

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ভ্যাকসিন গ্রহণে অনীহার কারণে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে হামের মতো মারাত্মক এবং প্রতিরোধযোগ্য রোগগুলো। ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৪০ লাখ শিশু কোনো টিকাই পায়নি, যা সাম্প্রতিক ইতিহাসে এক বিপজ্জনক পিছিয়ে পড়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের তথ্যমতে, ২০২৪ সালে ২ কোটি শিশুই ডিফথেরিয়া-টিটানাস-পারটুসিস (DTP) সিরিজের অন্তত একটি ডোজ মিস করেছে। এর মধ্যে ১ কোটি ৪৩ লাখ শিশু একটিও টিকা পায়নি।

২০০০ সালে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের ঘোষণা দিলেও, ২০২৪ সালে দেশটিতে ৩০০টির বেশি হাম আক্রান্তের ঘটনা ধরা পড়ে। এর বেশিরভাগই টিকা না নেওয়া শিশুদের মধ্যে। হাম শুধু জ্বর-চুলকানির মতো হালকা কিছু নয়. এটি মারাত্মক সংক্রামক, নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন এতটাই কার্যকর ছিল যে মানুষ এখন আর এসব রোগের ভয়াবহতা অনুভব করে না। ফলে টিকা নিয়ে সংশয় জন্মেছে। তার ওপর রয়েছে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব, ‘ইনফ্লুয়েন্সার’দের অসত্য প্রচার, এবং “বন্ধুর ভাইয়ের ছেলের খারাপ রিঅ্যাকশন” জাতীয় গল্প।

যখন অনেক মানুষ টিকা না নেয়, তখন হার্ড ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে। এর ফলে রোগগুলো সহজেই ছড়িয়ে পড়ে। একটি স্কুলে যদি ৯৫% শিশুর টিকা না থাকে, একজন আক্রান্ত শিশু পুরো ক্লাসকে সংক্রমিত করতে পারে। ব্যক্তিগত সিদ্ধান্ত তখন আর ব্যক্তিগত থাকে না, তা পুরো সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।

শুধু হাম নয় পোলিও, হুপিং কাশি, এমনকি চিকেনপক্সও আবার দেখা যাচ্ছে, মূলত টিকা-বিরোধী মনোভাবের প্রভাবেই।

২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে ১৪ লাখ বেশি শিশু কোনো টিকাই পায়নি। আমরা যেদিকে এগোচ্ছিলাম, সেখান থেকে এখন পিছিয়ে যাচ্ছি। এবং এর ফল সবাইকে ভুগতে হতে পারে বিশেষত শিশুদের।

মুমু ২

×