
ছবি: সংগ্রহীত।
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কাছে বিগত কমিটির নেতারা দায়িত্ব হস্তান্তর করেছেন।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিগত কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ম সেলিম রেজা এবং মহাসচিব অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের বিগত কমিটির সভাপতি ও মহাসচিব ব্যক্তিগত অপারগতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে উল্লেখ করেন। সেইসঙ্গে তারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. মো. জাহিদ রায়হান (সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ) এবং সদস্য-সচিব ডা. মো. সফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা) এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, নতুন কমিটির সভাপতি ও মহাসচিব দুজনই বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আজীবন সদস্য। বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডড্যাবের সাবেক শীর্ষ নেতারা।
মিরাজ খান