ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

উমামা ফাতেমা

জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না, এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না

প্রকাশিত: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৫

জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না, এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা ফেসবুকে বলেছেন, “জুলাই থেকে জুলাই এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে।” তিনি মনে করেন, যদি সব রাজনৈতিক শক্তি ন্যূনতম পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতো, তবে গোপালগঞ্জে যাওয়ার পথে পুলিশের প্রটেকশনের প্রয়োজন হতো না। তিনি এনসিপি নেতাদের নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনা করেন এবং বলেন, “আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের।”

তিনি আরও বলেন, “জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিয়েছে এই জুলাইয়ে। এটাকে ফেসবুক ক্লিকবেইট বা আলফা মেইল সিন্ড্রোমে পরিণত করা ঠিক নয়।” রাজনীতিতে বিভক্তির চেয়ে ঐক্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি রাজনৈতিক শক্তিগুলোকে বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

উমামা ফাতেমা এদিন শহীদ আবু সাইদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকীতে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “আজ ‘জুলাই শহীদ দিবস’। চলুন, এই দিনটিতে আমাদের শহীদ ভাইদের স্মরণ করি ও তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।”

আবির

×