ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে সালমান আগার নেতৃত্বে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

‘ঘরের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর’

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:২৫, ১৭ জুলাই ২০২৫

‘ঘরের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর’

কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে উইকেট শিকারের উল্লাস অফস্পিনার শেখ মেহেদি হাসানের

ব্যস্ত সূচি। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ যখন কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি২০ ম্যাচ খেলছিল তখন ঢাকায় পাকিস্তান দল। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে এদিন দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। সকালে প্রথম বহরে অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে আরও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম সাইয়ুব, খুশদিল শাহ, আবরার আহমেদ, ফাহিম আশরাফসহ কোচিং স্টাফদের কয়েকজন।

বিকেলে আসেন মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, সাহিবজাদা ফারহান, হাসান নাওয়াজ, সুফিয়ান মুকীম, হুসেইন তালাত, আহমেদ ড্যানিয়েল, সালমান মির্জাসহ বাকি সহকারী স্টাফরা। অধিনায়ক সালমান আগা বলেছেন,‘বাংলাদেশ ঘরের মাটিতে অত্যন্ত ভয়ঙ্কর দল, সেটি মাথায় রেখেই আমরা প্রস্তুত হব।’ শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি২০ ২০ জুলাই। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়। 
‘বাংলাদেশ যে কোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ঙ্কর। ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে, তারা অনেক ভালো দলকে হারিয়েছে। আমরাও জানি, এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি।’ বুধবার সকালে বিমানবন্দরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলছিলেন সালমান আগা। পাকিস্তান টি২০ অধিনায়ক আরও যোগ করেন,‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ।

কখনো সব কিছু নিয়ন্ত্রণে থাকবে না। জীবন যেমন চলে, ক্রিকেট ক্যারিয়ারও তেমনি। মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। চিন্তা না করে মাঠে ফল দিয়ে জবাব দিতে চাই।’ উল্লেখ্য, এটি ২০২১ সালের পর পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর। সেবার তারা দুটি টেস্ট ও তিনটি টি২০ ম্যাচ খেলেছিল। এর আগে চলতি বছরের মে-জুনে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ, যেখানে তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’ 
ঢাকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই তিনি করাচিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’ গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি২০ দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না।

তবে সালমান নিশ্চিত করেন, ২০২৬ টি২০ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার,‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যে কোনো সময় যে কোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’ সালমান জানান, ২৫  ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে।

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান-এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’ গত মে-জুন মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়া দলে ৬টি পরিবর্তন এসেছে। তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে। দলে ফিরেছেন মোহাম্মদ নাওয়াজ ও সুফিয়ান মুকিম। 
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি২০ দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ দেওয়া হয় বাঁহাতি পেসার আফ্রিদিকে। তিন জনের কাউকেই ফেরানো হয়নি দলে। সবশেষ পিএসএলে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে চার ম্যাচ খেলে ৯ উইকেট নেন প্রথমবার পাকিস্তান দলে ডাক পাওয়া সালমান।

সব মিলিয়ে এই সংস্করণে ২৩ ম্যাচে ৩১ বছর বয়সী পেসারের শিকার ৩৯ উইকেট। দানিয়ালের অবশ্য ঘরোয়া টি২০ পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে চার ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ৩৭ ম্যাচের টি২০ ক্যারিয়ারে ২৮ বছর বয়সী পেসারের ঝুলিতে আছে ৩৬ উইকেট।

×