
জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান পেসারদের হাসি
গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে মাঝে মাঝে এমন সব রেকর্ডের জন্ম দেয়, মনে হয় এও সম্ভব? হয়তো আর কখনোই এটি ভাঙবে না। কিন্তু ঠিকই ভেঙে যায়। তাই তো যুগে যুগে খেলাটির আবেদন এত বেশি। জ্যামাইকার স্যাবাইনা পার্কে তেমনি রেকর্ডময় এক টেস্ট দেখল ক্রিকেট বিশ্ব। ক্যারিয়ারের শততম টেস্টে ১৫ ডেলিভারর মধ্যে ৫ উইকেট তুলে নিলেন মিচেল স্টার্ক, বাঁহাতি পেসার করলেন ক্যারিয়ারসেরা (৭.৩-৪-৯-৬) বোলিং, সঙ্গে স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক।
টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনি¤œ ২৭ রানে গুটিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ হারল ১৭৬ রানে। ফ্র্যাঙ্ক ওরেল ট্রফিতে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। দুই ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২২৫ ও ১২১। উইন্ডিজ ১৪৩ ও ১২৭। ম্যাচ ও সিরিজসেরা (১৫ উইকেট) হয়েছেন স্টার্ক।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১৭৬। প্রথম ওভারেই ৩ উইকেট স্টার্কের; এক ওভার পর ড্রেসিং রুমে ফেরত পাঠান আরও দুই ব্যাটসম্যানকে! ওয়েস্ট ইন্ডিজের রান তখনো দুই অঙ্ক ছোঁয়নি। কিছুক্ষণ পর উইকেট শিকারের মিছিলে যোগ দেন বোল্যান্ড। চমৎকার বোলিংয়ে পান হ্যাটট্রিকের স্বাদ। তবু ফিল্ডিং ব্যর্থতার সুযোগ নিয়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড পার করে ফেলে ক্যারিবিয়ানরা। টেস্টে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে স্রেফ একটি।
১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে স্রেফ ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। প্রায় ৭০ বছর পর অল্পের জন্য সেই রেকর্ডে বসেনি ওয়েস্ট ইন্ডিজের নাম। এর আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭, একই ভেন্যুতে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ক্যারিবিয়ান টপ-অর্ডারে ধস নামিয়ে নিজের প্রথম ১৫ বলেই ৫ উইকেট নিয়ে নেন স্টার্ক। টেস্ট ইতিহাসে স্পেলের শুরু থেকে এত কম বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই আর কারও।
ইনিংসে চতুর্থ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৪০০ উইকেট পূর্ণ করেন স্টার্ক। মাইলফলক ছুঁতে তার লাগে ১৯ হাজার ৬২ বল। এর চেয়ে কম বলে ৪০০ উইকেটের রেকর্ড আছে শুধু ডেল স্টেইনের, ১৬ হাজার ৬৩৪ বল। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ন্যাথান লায়নের পর টেস্টে ৪০০ উইকেট নেওয়া চতুর্থ অস্ট্রেলিয়ান স্টার্ক।
তার সামনে শুধু ওয়াসিম আকরাম (৪১৪ উইকেট)। বাঁহাতি বোলারদের মধ্যে এ দুজন ছাড়া ৪০০ উইকেট আছে শুধু রাঙ্গানা হেরাথের (৪৩৩)। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ মাত্র ১৭০ রান। দুবার অলআউট হওয়া ম্যাচে এটি তাদের সর্বনিম্ন। ১৯৫৭ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১৭৫ রান করেছিল ক্যারিবীয়রা।
মাত্র ১৪.৩ ওভারে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে এর চেয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার রেকর্ড আছে আর মাত্র দুটি। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভারে ৩০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩.৫ ওভারে ৪২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।