
ছবি: সংগৃহীত
লর্ডস টেস্টে ভারতের হৃদয়ভাঙা পরাজয় এখনও পোড়াচ্ছে সমর্থকদের মনে। ১৯৩ রানের লক্ষ্যমাত্রার খুব কাছে গিয়েও জয়ের দরজায় পৌঁছাতে পারল না শুভমান গিলের দল। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বীরোচিত লড়াই ভারতের সম্ভাবনাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু শেষ মুহূর্তে মোহাম্মদ সিরাজের দুর্ভাগ্যজনক আউটে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচশেষে হতাশ হয়েছেন ভারতের দুই ক্রিকেট মহাতারকা শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। লর্ডসে ভারতের এমন লড়াকু হারের পর তাঁরা উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানান।
ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগে টুইটারে) লিখেছেন, ‘কি দারুণ একটা টেস্ট ম্যাচ! ভারত লর্ডস ছাড়বে খুব হতাশ হয়ে… তিনটি টেস্টেই ভালো খেলেছে দল। কিন্তু ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া কষ্টদায়ক। এটি ছিল জেতার মতো ম্যাচ। জাদেজা দুর্দান্ত লড়েছেন, প্রমাণ করেছেন ১৯৩ তেমন বড় টার্গেট ছিল না।’
অন্যদিকে শচীন টেন্ডুলকার প্রশংসা করেছেন জাদেজা, বুমরাহ এবং সিরাজের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার।
‘এতো কাছে গিয়েও জয় অধরা থেকে গেল… জাদেজা, বুমরাহ ও সিরাজ শেষ পর্যন্ত চেষ্টা করেছে। ভালো চেষ্টার জন্য টিম ইন্ডিয়াকে কৃতিত্ব দিতেই হয়। ইংল্যান্ড চাপ ধরে রেখেই শেষ হাসি হেসেছে, কঠিন লড়াইয়ের জয়ের জন্য অভিনন্দন,’—লিখেছেন শচীন।
প্রসঙ্গত, ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে গুটিয়ে দিয়ে ভারতের জয়ের স্বপ্ন উঁকি দিয়েছিল। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করা হয়ে দাঁড়ায় কঠিন চ্যালেঞ্জে। জাদেজা একপ্রান্তে দাঁড়িয়ে লড়েছেন—প্রথমে বুমরাহর সঙ্গে ২২ ওভার এবং পরে সিরাজের সঙ্গে ১৩ ওভার। কিন্তু অন্যপ্রান্তে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় শেষ পর্যন্ত ভারতের স্বপ্নভঙ্গ ঘটে।
সূত্র: এনডিটিভি।
রাকিব