
ছবি: সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দুর্দান্তভাবে সিরিজে ফিরে এসেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডাম্বুলার রাঙগিরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের লক্ষ্য দিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৯৪ রানে অলআউট করে দেয়। রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের বোলিং তোপে লঙ্কানরা দাঁড়াতেই পারেনি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই দুই ওপেনার পারভেজ ইমন (০) ও তানজিদ তামিমকে (৫) মাত্র ৭ রানে হারায়। তবে সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে আউট হন।
অফ ফর্মের কারণে চাপে থাকা লিটন দাস এই ম্যাচে দারুণ এক ফিফটি তুলে নেন। তার ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস আসে, যেখানে পাঁচটি ছক্কা ও একটি চার ছিল। এছাড়া শামীম ২৭ বলে ৪৮ রান করে রান আউট হন, তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ একটি ভালো পুঁজি সংগ্রহ করে।
১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দলের ১৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৮) রান আউট হয়ে ফিরে যান। এরপর ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। শরিফুল ইসলাম জোড়া ধাক্কা দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে এনে দেন।
তবু ওপেনার পাথুম নিশাঙ্কা ক্রিজে থাকায় লঙ্কানদের আশা টিকে ছিল। তবে তাকে ২৯ বলে ৩২ রান করে রিশাদ হোসেন তুলে নেন। এরপর দাশুন শানাকা ২০ রান করে ফিরলে বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত রিশাদ-সাইফউদ্দিনরা স্বাগতিকদের একশ' রানও করতে দেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৩ ওভারে মাত্র ১২ রান খরচ করে ২টি উইকেট নেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ৩.২ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ যথাক্রমে ৩ ওভারে ১৪ ও ২৬ রান দিয়ে একটি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা আগামী ১৬ জুলাই সিরিজের শেষ ও নির্ণায়ক টি-২০ ম্যাচ খেলতে নামবে।
সাব্বির