
ছবি: সংগৃহীত
নব্বইয়ের দশকে ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমাটির প্রাথমিক আলোচনায় থাকা সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, শাকিব খানের বিপরীতে থাকছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া—এমন গুঞ্জনেই ইতোমধ্যে উত্তাল দেশের বিনোদন অঙ্গন।
সাম্প্রতিক সময়ে শাকিব খান একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে যেমন দর্শকপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি প্রযোজকদের আস্থার জায়গাতেও পরিণত হয়েছেন। ফলে তাকে ঘিরে বড় বাজেটের প্রজেক্ট বাস্তবায়নে আগ্রহী প্রযোজকরা। এক নতুন নারী প্রযোজকের উদ্যোগে তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্রের নাম এখনো চূড়ান্ত না হলেও শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা, এমনকি পারিশ্রমিকও মোটামুটি চূড়ান্ত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট একটি সূত্র।
সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ এবং চিত্রনাট্য লিখছেন মেজবাউদ্দিন সুমন। ২০২৬ সালের ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও, নায়িকা হিসেবে প্রিয়াঙ্কার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়—গুঞ্জনের স্তরেই রয়েছে।
শিহাব