ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

শেষ মুহূর্তের রোমাঞ্চে নেপালকে হারাল বাংলাদেশ

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২৩:২৮, ১৩ জুলাই ২০২৫

শেষ মুহূর্তের রোমাঞ্চে নেপালকে হারাল বাংলাদেশ

বসুন্ধরা কিংস অ্যারেনায় রবিবার সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিরুদ্ধে গোলের পর বাংলাদেশের মেয়েদের উল্লাস

বাংলাদেশ-৩ নেপাল-২ 

বয়স ভিত্তিক সাফের ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন বাংলাদেশ। তার ওপর সদ্য এশিয়া কাপের মঞ্চে পা রেখে ইতিহাস গড়া জাতীয় দলের আটজন আছেন এই দলে। স্বভাবতই ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে অনুর্ধ-২০ নারী সাফে ফেভারিটের মতোই শুরু করে আফঈদা খন্দকার দল। এবার ঘটনাবহুল ম্যাচে আসরের অন্যতম শক্তিশালী নেপালের বিপক্ষে ৩-২ গোলের দারুণ এক জয় তুলে নিল বাংলার মেয়েরা। রবিবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ১৪ ও ৩৭ মিনিটে সিনহা জাহান শিখা ও মোসাম্মৎ সাগরিকার গোলে ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হাতাহাতিতে জড়িয়ে লালকার্ড দেখেন সাগরিকা ও নেপালের সিমরান। ১০ জনের দল নিয়েও একের পর এক আক্রমণ গড়ে তোলে নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টিতে গোল পাওয়ার পর ৮৬ মিনিটে ২-২এ সমতায় ফেরায় দলটি। নির্ধারিত ৯০ মিনিট পার হওয়ার পর অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে দারুণ এক গোলে বাংলাদেশকে ৩-২ গোলের স্মরণীয় জয় এনে দেন তৃষ্ণা রানী সরকার। 
৫৫ মিনিটে আক্রমণে ওঠা সাগরিকাকে ফাউল করেন নেপালের সিমরান। এক পর্যায়ে সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন তিনি। তাতে শুরুতে উত্তেজনা ছড়ায় দুজনের মধ্যে। পরে তা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যেই। সাগরিকা ও সিমরান দুজনকে লাল কার্ড দেখান রেফারি। একটু পরই আফঈদা, বন্যাকে তুলে তৃষ্ণা রানী ও রুমা আক্তারকে নামান বাংলাদেশ কোচ। ৭৪ মিনিটে সুযোগ আসে শিখার সামনে, কিন্তু গোলকিপারকে একা পেয়ে দূরের পোস্ট দিয়ে তার লক্ষ্যভেদের চেষ্টা সফল হয়নি। ছুটে এসে ক্লিয়ার করেন আনিশা।

পরের মিনিটে মিনার শট ছুটে গিয়ে আটকাতে চেষ্টা করেন স্বর্ণা, কিন্তু পারেননি। মিনার ফিরতি শট রুমা ফেরানোর আগেই তাকে পেছন থেকে ট্যাকল করে বসেন জয়নব। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। আনিশার লক্ষ্যভেদে ম্যাচে ফেরে নেপাল। শান্তি ও শিখাকে তুলে উমহেলা মারমা ও অয়ন্ত বালাকে নামান বাটলার। ৮৬ মিনিটে সমতায় ফিরে নেপাল। পুর্ণিমার আড়াআড়ি ক্রস বুটের তলার টোকায় স্বর্ণাকে পরাস্ত করেন মিনা। যোগ করা সময়ের শেষ মুহূর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তৃষ্ণা। দারুণ এক গোলে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে নেপালকে স্তব্ধ করে সমর্থকদের মুখে হাসি ফোটান।  
এর আগে ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকা বল নিয়ে বক্সে ঢোকেন। তিনি বল বাড়িয়ে দেন মুনকির কাছে। ততক্ষণে নেপালি গোলরক্ষক সুজাতা তামাং পজিশন ছেড়ে বেরিয়ে আসেন। তারপরও মুনকির শট গড়িয়ে জালে ঢুকছিল। কিন্তু সেখান থেকে  আসায় প্লেসিং করেন। নেপালের ডিফেন্ডার গঙ্গা রোকায়া গোললাইন সেভ করেন। কিন্তু ফিরতি বলে প্লেসিংয়ে গোল করেন শিখা (১-০)। নেপাল গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল ২৮ মিনিটে। বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নেপালের ফরোয়ার্ড সেনু। তাকে ফেলে দিয়ে পূজা হলুদ কার্ড দেখেন।

এরপর বক্সের সামনে থেকে ফ্রি কিক নেন সুশিলা কেসি। কিন্তু সুশিলার ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরে। ম্যাচে দ্বিতীয়বার বাংলাদেশ এগিয়ে যায় ৩৭ মিনিটে। সাগরিকা করেন দ্বিতীয় গোল। বক্সের মধ্যে অবশ্য বল নিয়ে প্রথমে শিখা চেষ্টা করেন গোল দিতে। তবে নেপালি গোলরক্ষক সুজাতা চেষ্টা করেন বল থামাতে। কিন্তু ?দুবার চেষ্টা করেও বল থামাতে পারেননি। ফিরতি বলে সাগরিকার প্লেসিংয়ে হয়েছে ২-০। অবশ্য বিরতির খানিক আগে নেপালের আরেক ফরোয়ার্ড মীনা দিউবা বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানীকে একা পেয়েও গোল দিতে পারেননি। কর্নারের বিনিময়ে সে যাত্রায় বাঁচিয়ে দেন স্বর্ণা।
২০১৮ সালে প্রথম অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে হয়েছিল নারী সাফ। সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন। এরপর কখনো অনূর্ধ্ব-১৯, কখনো অনূর্ধ্ব-২০ পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারত দুইবার চ্যাম্পিয়ন আর একবার রানার্সআপ তারা। ২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

শামসুন্নাহার জুনিয়রদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে নেপালকে ৩-০ গোলে হারিয়ে। আগের এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে হয়েছিল ফাইনাল ম্যাচ। তবে এবার নতুন নিয়ম ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতি। ফলে নেই কোনো ফাইনাল। প্রত্যেক দল নিজেদের মধ্যে দুবার করে মুখোমুখি হবে। ৬টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। যে দল সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে তারাই হবে চ্যাম্পিয়ন।

×