ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

‘সাকিবের জন্য দরজা খোলা’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৭, ১৩ জুলাই ২০২৫

‘সাকিবের জন্য দরজা খোলা’

সাকিব আল হাসান নিসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় তারকা। কত অর্জন, কত রেকর্ড তার নামের পাশে। আওয়ামী লীগের ব্যানারে সাংসদ হয়ে সেই সাকিবের সবকিছু এখন এলমেলো। পরিবর্তিত পরিস্থিতিতে আর দেশে ফিরতে পারেননি। বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরে অনেদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ঝলক দেখিয়েছেন।

শ্রীলঙ্কায় জাতীয় দল যেদিন প্রথম টি২০ হারে সেদিনই গায়ানায় গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ৩৭ বলে ৫৮ রান করার পর মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। দেশের জার্সিতে অনেকেই শেষ দেখলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। বিষয়টা নির্বাচক ও ম্যানেজমেন্টের। 
‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’ শনিবার মিরপুরে বলছিলেন মিঠু। বিসিবির প্রভাবশালী এই পরিচালক আরও যোগ করেন,‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন।

তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।’ উল্লেখ্য সম্প্রতি ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। 

 

প্যানেল/মজি

×