
.
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কার মেয়েরা। একের পর এক গোল বন্যায় রীতিমতো লঙ্কানদের বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে সফরকারীদের ৯-১ ব্যবধানে হারিয়েছে আফঈদা খন্দকারের দল। মোসাম্মৎ সাগরিকা করেছেন হ্যাটট্রিক, মুনকি আক্তার দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে দ্বিতীয়ার্ধে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে। আর উদ্বোধনী ম্যাচটি দাপুটে জয় দিয়েই শুরু করেছে বাঘিনীরা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই ছিল। কিছুদিন আগেই তারা নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে। সেই সিনিয়র দলের আটজন অনূর্ধ্ব-২০ দলেও রয়েছেন। ফলে স্বাগতিক বাংলাদেশের বয়সভিত্তিক সাফে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো স্বাভাবিকই।
এদিন বাংলাদেশ প্রথমার্ধেই ৩ গোলের দেখা পেয়েছে, বিরতির পর করেছে বাকি ছয় গোল। ম্যাচে একটুও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা। তবে ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে উল্লাসে মেতে ওঠে। তাদের দেখে মনে হয়েছে এই গোলটি করতে পেরে তারা অনেক আনন্দিত।
মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই এই ম্যাচের একাদশে রাখেন কোচ পিটার জেমস বাটলার। লঙ্কানরা বাংলাদেশের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশ দলের লিড এনে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ডি বক্সের বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে জালে বল জড়ান তিনি। ম্যাচের ৩৭তম মিনিটে স্কোর ৩-০ করেন সাগরিকা। সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। কিন্তু বল তার পায়ের ফাঁক দিয়ে সাগরিকার কাছে গেলে প্রতিপক্ষের জালে বল জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে দুই-দুবার গোল করলেও অফসাইডের কারণে সেগুলো আর খাতায় ওঠেনি।
দ্বিতীয়ার্ধে অধিনায়ক আফঈদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে অবশ্য বাংলাদেশের খেলার ধার কমেনি মোটেও। বিরতির পর শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড থাকা মুনকি গোল করেন। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে গোল করেন শিখা। তিন মিনিট পর একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পূজার কাট ব্যাকে এক শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে রুপা বাংলাদেশের হয়ে অষ্টম গোল করেন। ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান এক গোল শোধ দেন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বাংলাদেশের হয়ে নমব গোলটি করেন শান্তি।
এই টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সেজন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এই চার দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে শিরোপা। এখন পর্যন্ত পাঁচ আসরে চারবারই শিরোপা জিতেছে বাংলাদেশ।
প্যানেল