ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে পরিদর্শন করলো জেলা বিএনপি

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

প্রকাশিত: ১৬:৫৭, ১২ জুলাই ২০২৫

জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে পরিদর্শন করলো জেলা বিএনপি

ছবি: দৈনিক জনকণ্ঠ

নোয়াখালীতে স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঠ পর্যায়ে কবিরহাট উপজেলার রিক্সাওয়ালার বাঁধ নামে পরিচিত জলাবদ্ধতার উৎস-মুখের স্থান পরিদর্শন করেছেন। উল্লিখিত, রিক্সাওয়ালার দোকানের সামনে সৃষ্ট বাঁধের কারণে নদীতে পানি নামতে না পারায় জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

জেলা বিএনপি'র উদ্যোগে শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের রিক্সাওয়ালার দোকান সংলগ্ন বাঁধ পরিদর্শন করা হয়।

বাঁধ পরিদর্শনকালে স্থানীয় সাধারন মানুষ ও কৃষিজীবী মানুষের সাথে কথা বলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, এ সময় স্থানীয় সাধারণ মানুষ এই বাঁধের বিষয়ে নানান অভিযোগ তুলে ধরেন। অভিযোগ শুনে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, উক্ত বাঁধের কারনে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্ধী মানুষের দূর্ভোগ দূরিকরনে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী  প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বিগত সরকারের সময়ে ভূমিদস্যুদের দখলকৃত অবৈধ ঘেরগুলো প্রশাসনকে উচ্ছেদের আহ্বান জানাচ্ছি।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো'র নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরন, আমিনুল ইসলাম শাহিন, এডভোকেট আবদুল হক, জেলা বিএনপির (দাপ্তরিক দ্বায়িত্বপ্রাপ্ত) সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ কবিরহাট উপজেলা, পৌরসভা এবং স্থানীয় ধানশালিক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

ফারুক

×