ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে চাকরির জন্য মরিয়া যুবকের সিভি

প্রকাশিত: ১৯:১২, ১১ জুলাই ২০২৫

ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে চাকরির জন্য মরিয়া যুবকের সিভি

চাকরি পাওয়ার দৌড়ে সবাই যেখানে নিজেদের সমস্ত দক্ষতা, নিজেদের সমস্ত কীর্তি প্রকাশ্যে আনেন, সকলে যেখানে নিজেদের পুরোদমে তুলে ধরতে ব্যস্ত, সেখানে এক যুবক সম্পূর্ণ বিপরীত পথে হেঁটে নজর কাড়লেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি, সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বায়োডেটা। ওই যুবকের বায়োডেটায় লেখা ছিল শুধু একটাই কথা, ‘Hire me to unlock my full potential’। আর এতেই মজেছে ইন্টারনেট। এই অদ্ভুত ও হাস্যকর চাকরির আবেদনপত্র প্রথম দেখা যায়  ভারতের জনপ্রিয় অ্যাপ রেডিটে।

এই ছবি দিয়ে তার পোস্টের ক্যাপশনে ছিল, ‘Resume printed halfway and said: Hire me to unlock full potential’। সিভিতে দেখা যায়, প্রার্থী নিজের মুখের অর্ধেক ছবি ও একটি সাধারণ কেরিয়ার অবজেক্টিভ প্রিন্ট করেছেন। অবজেক্টিভ অংশে লেখা ছিল, ‘আপনার প্রতিষ্ঠানের অংশ হতে চাই, যেখানে আমি আমার দক্ষতা উন্নত করতে পারব, আরও জ্ঞান অর্জন করতে পারব এবং একজন পেশাদার ব্যক্তি হিসেবে নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলতে পারব’।

এরপরেই বাকি পাতা ফাঁকা। শুধু মাঝখানে বড় হরফে লেখা, ‘Hire me to unlock my full potential’।

তবে শেষ পর্যন্ত এই ঘটনা পরিকল্পিত কনটেন্ট মার্কেটিং নাকি স্রেফ প্রিন্টারের ত্রুটি, তা এখনও স্পষ্ট করা যায়নি। কিন্তু যে কারণেই হোক, এই অর্ধেক বায়োডেটা ইন্টারনেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলে দিয়েছে।

ফুয়াদ

×