ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রাজিবপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান, সংবাদদাতা, চর রাজিবপুর (কুড়িগ্রাম)

প্রকাশিত: ১৮:০৯, ১২ জুলাই ২০২৫

রাজিবপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক জনকণ্ঠ

গত ১০ জুলাই বিভিন্ন অনলাইন পোর্টালে “ভুয়া স্কুল খুলে ২১ পরিবার নিঃস্ব করেছে জামায়াত নেতা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজিবপুরের জাউনিয়ারচর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের পরিচালনা কমিটির সদস্য  আনিছুর রহমান।

শনিবার ১২ জুলাই  রাজিবপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, “প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। এতে আমাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমাদের সঙ্গে কথা না বলে এবং কোনো সত্যতা যাচাই ছাড়াই এই সংবাদ প্রকাশ করা হয়েছে।”

তিনি জানান, স্কুলটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার। তিনি বলেন, “আমি জামায়াত করি বলে স্কুলের হিসাব-পাতি আমার হাতে ছিল না। যারা কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে, তাদের কাছে প্রমাণ চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক মোখলেছুর রহমান, ইছমে জাহান, রেহেনা আক্তার ও আরিফুল ইসলাম বলেন, “স্কুল চালু করতে জায়গা ক্রয়, মাটি ভরাট, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের জন্য ভ্যান ক্রয়, টিফিনের খরচসহ বেশ কিছু খরচ হয়েছে। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করেছি, যা সম্পূর্ণ বৈধ এবং আলোচনার ভিত্তিতে হয়েছে। আমরা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

জমিদাতা তাজুল ইসলাম ও আবুল কাশেম জানান, “এলাকায় একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার জন্য আমরা কিছু অর্থের বিনিময় ২১শতাংশ জমি দান করেছি।

ফারুক

×