ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

১ টির বেশি মিটার থাকলে বিদ্যুৎ বিল কেন বেশি আসে? জানুন মূল কারণ ও সমাধান

প্রকাশিত: ২২:৫৪, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২২:৫৪, ১২ জুলাই ২০২৫

১ টির বেশি মিটার থাকলে বিদ্যুৎ বিল কেন বেশি আসে? জানুন মূল কারণ ও সমাধান

ছবি: সংগৃহীত।

বর্তমানে অনেক বাসাবাড়ি বা বহুতল ভবনে একটির বেশি বিদ্যুৎ মিটার স্থাপন করা হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায়, এমন বাসাবাড়িগুলোতে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি আসে। বিশেষজ্ঞদের মতে, এর মূল কারণ হতে পারে “কমন নিউট্রাল” সংক্রান্ত ইলেকট্রিক্যাল ত্রুটি।

বিদ্যুৎ বিভাগের নিয়ম অনুযায়ী, প্রত্যেক মিটারের জন্য আলাদা ফেজ ও নিউট্রাল লাইনের ব্যবস্থা থাকতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে ঘরের অভ্যন্তরীণ ওয়্যারিংয়ে একাধিক মিটারের নিউট্রাল তার পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এতে করে এক মিটারের ব্যবহার অন্য মিটারের ওপর প্রভাব ফেলে এবং বিল বেড়ে যায়।

এই সমস্যা সমাধানের জন্য দক্ষ ও অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের সাহায্যে পুরো হাউস ওয়্যারিং পরীক্ষা করে দেখতে হবে। যদি দেখা যায় একাধিক মিটারের লোড সাইডের নিউট্রাল সংযুক্ত আছে, তবে তা অবশ্যই বিচ্ছিন্ন করে আলাদা করতে হবে।

সঠিকভাবে ইলেকট্রিক সংযোগ স্থাপন করলে অপ্রয়োজনীয় বিলের বোঝা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই বাসাবাড়িতে একাধিক মিটার থাকলে “কমন নিউট্রাল” সমস্যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

নুসরাত

×