
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, আহত হওয়ার ১২ দিন পরে যখন ফাহিম ভাইয়ের বাসায় যাই, তখনো পা থেকে রক্ত ঝরছিলে। ঠিকমতো মেডিসিনও নিতে পারিনি, কিন্তু হাসিনার পতন প্রশ্নে ন্যূনতম ছাড় দিইনি।
দূর্ভাগ্য, বছর না পেরোতেই ১৬ বছর ধরে নির্যাতিত ছাত্রদলের পেইজ থেকে আমার আহত হওয়া নিয়ে ট্রল করা হয়।
আজও জুলাইকে ধারণ করি। সেদিনগুলোর কথা যখনই মনে পড়ে, হৃদয়টা ভার হয়ে আসে। যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সে পরিবর্তনের প্রতিটি ধাপে যারা বাধা দিয়ে যাচ্ছে, তাদের বিচার মহান রবের কাছে।
সূত্রঃ https://www.facebook.com/share/1KzRcK3yNB/
রিফাত