ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে পদত্যাগ করুন: রিফাত রশিদ

প্রকাশিত: ০০:২৭, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৭, ১৩ জুলাই ২০২৫

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে পদত্যাগ করুন: রিফাত রশিদ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। মিটফোর্ড হত্যাকাণ্ড ও সারাদেশে চাদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদ মিনার পর্যন্ত মশাল মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নৃশংস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্দিষ্ট একটি দলের পক্ষপাতীত্ব নিয়ে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার। অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের এমন আচরণ দেশের জনগণ মেনে নেবেনা।

এছাড়া দলীয় রাজনীতির ছায়াতলে খুন, সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।

 
 

রিফাত

×