ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (BNFD) ১০০ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করবে

প্রকাশিত: ০২:০৬, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ০২:১২, ১৩ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (BNFD) ১০০ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করবে

ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব দ্য ডেফ (BNFD) এর সঙ্গে অংশীদারিত্বে, ২০২৫ সালের মধ্যে ১০০ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মহিলাকে সেলাই এবং টেইলরিং স্কিলস শিখানোর জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।

এপ্রিল মাসের ৩০ তারিখে ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন বিভাগের প্রধান একরাম কবির এবং BNFD এর প্রশাসক মো. মোশাররফ হোসেন ঢাকার বিজয়নগরে অবস্থিত BNFD এর কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংকের প্রধান CSR উদ্যোগ 'অপরাজেয় আমি' এর আওতায় এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি বিশেষভাবে এই মহিলাদের প্রয়োজনীয়তা অনুযায়ী কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ সম্পন্ন হলে, শিক্ষার্থীরা সেলাই মেশিন পাবে, যার মাধ্যমে তারা গৃহভিত্তিক ব্যবসা শুরু করতে পারবে অথবা আনুষ্ঠানিক কর্মসংস্থানে যোগ দিতে পারবে, ফলে তাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক অন্তর্ভুক্তির পথ প্রশস্ত হবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (বর্তমান চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা বিশ্বাস করি, প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি এমন ব্যক্তিদের জন্যও হতে হবে যারা বেশিরভাগ সময় বাইরে রাখা হয়। এই অংশীদারিত্ব নিশ্চিত করবে যে, শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায়ের সদস্যরা তাদের নিজস্ব ভবিষ্যৎ গঠনে সক্ষম, ক্ষমতায়িত এবং জড়িত হবেন।”

মো. মোশাররফ হোসেন বলেন, “এই সহযোগিতা আমাদের সম্প্রদায়ের সদস্যদের বাস্তবিক দক্ষতা অর্জন এবং জীবিকা অর্জনের সুযোগ প্রদান করছে। ব্র্যাক ব্যাংকের সহায়তা আমাদের সক্ষমতা শক্তিশালী করছে, যার মাধ্যমে আমরা শ্রবণ প্রতিবন্ধী সম্প্রদায়কে টেকসই উদ্যোগের মাধ্যমে উন্নতি করতে পারব। এটি একটি সম্মিলিত প্রতিশ্রুতি যা অন্তর্ভুক্তি এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায়নের প্রতিফলন।”

উভয় প্রতিষ্ঠান আশা করছে যে, এই প্রোগ্রামটি শ্রবণ ও বাক প্রতিবন্ধী মহিলাদের জন্য রেডিমেড গার্মেন্ট (RMG) শিল্পে অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করবে। 'অপরাজেয় আমি' উদ্যোগ ব্র্যাক ব্যাংকের সামাজিক কল্যাণ এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

একটি মূল্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সামাজিক বাধা এবং আর্থিক সীমাবদ্ধতা ভেঙে ফেলতে এবং প্রতিটি ব্যক্তির সম্ভাবনা পূরণের সুযোগ সৃষ্টি করতে ক্রমাগত CSR উদ্যোগগুলো প্রচার করে চলেছে।

রাজু

×