
ছবি: সংগৃহীত
অর্থনৈতিক অনিশ্চয়তা আর বাজার দামের ঊর্ধ্বগতির এই সময়ে অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আয় করতে হবে সাশ্রয়ী ও বুদ্ধিদীপ্ত উপায়ে। এ জন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘প্যাসিভ ইনকাম’ বা অলস আয়—যেখানে একবার পরিশ্রম করলেই দীর্ঘমেয়াদে আয় চলতে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক পরামর্শকরা বলছেন, অলস আয় গড়তে চাইলে কমপক্ষে ২৪টি নির্ভরযোগ্য উপায় রয়েছে। ঘরে বসে, সময় বাঁচিয়ে বা সম্পদ কাজে লাগিয়ে আপনি এসব উপায় থেকে আয় করতে পারেন। চলুন দেখে নিই, কোন কোন পথে আয় করা সম্ভব:
সম্পত্তি ও ঘরভিত্তিক আয়
১. বাড়ি ভাড়া দিয়ে আয়
২. REITs-এ বিনিয়োগ (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট)
৩. বড় বাড়ি ছেড়ে ছোট বাড়িতে থাকা, বড়টি ভাড়া দেওয়া
৪. অতিরিক্ত রুম বা গ্যারেজ Airbnb/Vrbo-তে ভাড়া দেওয়া
৫. ইভেন্ট ভেন্যু হিসেবে বাড়ি ভাড়া দেওয়া
৬. সিনেমা শুটিংয়ের জন্য Giggster-এ বাড়ি ভাড়া
৭. পার্কিং স্পেস বা স্টোরেজ রুম ভাড়া
যানবাহনের মাধ্যমে আয়
৮. অতিরিক্ত গাড়ি Turo-তে ভাড়া
৯. গাড়িতে বিজ্ঞাপন বসিয়ে Wrapify বা Carvertise-এর মাধ্যমে আয়
বিনিয়োগ ও ফিন্যান্স সংক্রান্ত আয়
১০. পিয়ার-টু-পিয়ার লোন (অনলাইনে সুদে টাকা ঋণ দিয়ে)
১১. রোবো ইনভেস্টিং প্ল্যাটফর্মে (যেমন Betterment) স্বয়ংক্রিয় বিনিয়োগ
১২. উচ্চ ডিভিডেন্ড ইনডেক্স ফান্ডে বিনিয়োগ (যেমন Vanguard)
১৩. লাভজনক ওয়েবসাইট কেনা ও চালানো (Flippa, EmpireFlippers)
অনলাইন কনটেন্ট ও ডিজিটাল সম্পদ
১৪. বই প্রকাশ (Amazon KDP)
১৫. নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট চালিয়ে AdSense/অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
১৬. ইউটিউব চ্যানেল চালু করে ভিডিও থেকে আয় (প্যাসিভ ইনকামের আধুনিক মাধ্যম)
পণ্য বিক্রি ও সেবা
১৭. পুরনো পোশাক বিক্রি (Poshmark, ThredUp)
১৮. অপ্রয়োজনীয় জিনিস অনলাইনে বিক্রি (eBay, OfferUp)
১৯. থ্রিফটিং করে সস্তায় পণ্য কিনে পুনঃবিক্রি করে লাভ
২০. নৌকা বা ক্যাম্পার ভাড়া (GetMyBoat, RVshare)
২১. ইলেকট্রিক যন্ত্রপাতি Fat Llama-তে ভাড়া
অতিরিক্ত উপায়
২২. নিজের ব্যবসায় ব্যবস্থাপক নিয়োগ দিয়ে নিজে সময় না দিয়ে আয়
২৩. অ্যাপার্টমেন্ট সিন্ডিকেশন–অর্থাৎ বড় প্রজেক্টে গ্রুপ ইনভেস্টমেন্টে অংশ নেওয়া
২৪. নিজের ঘরের অতিরিক্ত জায়গা ছোট ব্যবসা বা স্টার্টআপকে কাজে দিতে দেওয়া
শুধু মূল চাকরি বা ব্যবসার ওপর নির্ভর না করে প্যাসিভ ইনকাম গড়ে তুলতে পারলে ভবিষ্যতের আর্থিক চাপ কমবে। আজই যেকোনো একটি বা একাধিক পথ বেছে নিয়ে শুরু করুন আপনার অলস আয়ের যাত্রা।
আঁখি