ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি দুই ইউরোপিয়ান পরাশক্তি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩৫, ১৩ জুলাই ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি দুই ইউরোপিয়ান পরাশক্তি

অনুশীলনে চেলসি ও পিএসজির ফুটবলার

মাঠের খেলায় দারুণ ছন্দে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চলতি মৌসুমে ট্রেবল জেতার পর রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ^কাপের ফাইনালের টিকিট কেটেছে ফরাসি ক্লাবটি। আজ যুক্তরাষ্ট্রে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে প্যারিসের পরাশক্তিরা। ইংলিশ ক্লাব চেলসির তুলনায় শিরোপা লড়াইয়ে হট ফেভারিট উসমান দেম্বেলে-আশরাফ হাকিমিরা।

তবে খাতা-কলমের হিসাব ফাইনাল ম্যাচে বদলে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চেলসি অধিনায়ক রিস জেমস। প্রতিপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরাই জিততে যাচ্ছি!’ সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দ্য ব্লুজরা। এর আগে টুর্নামেন্টের পথ চলায় তারা খেলে কার্যকরী ফুটবল। দলটি শিরোপার মঞ্চেও বাজিমাত করতে চায়। অধিনায়ক জেমস তার সতীর্থদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, ব্লুজরা পিএসজির মুখোমুখি হতে বিন্দুমাত্র ভীত নয়।
নতুন চুক্তিবদ্ধ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো এবং লিয়াম ডেলাপের অন্তর্ভুক্তিতে চেলসির আক্রমণভাগ আরও শক্তিশালী হয়েছে। জেমস বিশ্বাস করেন, এই নতুন সংযুক্তি দলের সক্ষমতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তারা পিএসজিকে হারানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। পিএসজিকে নিয়ে জেমসের মন্তব্য ছিল বেশ সোজাসাপ্টা। তিনি বলেন,  ‘এই ম্যাচটি একটি উচ্চমানের খেলা হবে। এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল, তবে এটি একটি ফাইনাল। এটি একটি ওয়ান অব ম্যাচ।’
পিএসজি শক্তিশালী হলেও প্রতিপক্ষকে ফেভারিট মানতে নারাজ ইংলিশ ডিফেন্ডার জেমস। এ বিষয়ে তিনি বলেন, ‘সবাই তাদেরকেই শক্তিশালী ফেভারিট হিসেবে ধরছে, কিন্তু আমি এর আগেও অনেক ফাইনালে খেলেছি যেখানে আমরা ফেভারিট ছিলাম কিন্তু জিততে পারিনি। তাই এটি আমার কাছে খুব বেশি কিছু বোঝায় না এবং সত্যি বলতে, আমি পরোয়াও করি না। সবাই আমাদের প্রতিপক্ষ নিয়ে কথা বলছে, কিন্তু আমরা তাদের জন্য ঠিকঠাক প্রস্তুতি নেব এবং আমরাই জিততে যাচ্ছি।’
এদিকে ক্লাব বিশ^কাপের শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। গ্রুপ পর্বে তারা অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে এবং সিয়াটল সান্ডার্সকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন বিশ^কাপ জয়ী তারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের শেষদিকে দুই খেলোয়াড় লাল কার্ড পেলেও দলের নিয়ন্ত্রণে কোনো ঘাটতি পড়েনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে তারা দেখিয়েছে আসল শক্তি। মাত্র ২৪ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ম্যাচের শেষদিকে আরও একটি গোল করে স্কোরলাইন ৪-০ করে পিএসজি। পুরো ম্যাচে পিএসজির বল দখল ছিল ৭৬.৫% এবং রক্ষণভাগ ছিল এক কথায় দুর্ভেদ্য। তবে লুইস এনরিকের শিষ্যদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। এই ফাইনাল জয় করতে পারলে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ^কাপ জয়ের ইতিহাসের পাতায় নাম লেখাবে তারা। ইতোমধ্যে পিএসজি লুইস এনরিকের অধীনে লিগ ওয়ান, কোপ দে ফ্রান্স ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। চেলসিও কম যায় না। ২০২১ সালের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তারা।
দুই দলের আক্রমণাত্মক ফুটবল, মিডফিল্ডের লড়াই ও রক্ষণভাগের দৃঢ়তা, সব মিলিয়ে ফাইনাল হতে যাচ্ছে এক রোমাঞ্চকর লড়াই।

প্যানেল/মজি

×