ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পৃথিবীতে যেখানে ২০ লাখ বছরেও বৃষ্টি হয়নি: জীবন্ত ডেড জোন বলা হয় যাকে

প্রকাশিত: ০৬:২১, ১৩ জুলাই ২০২৫

পৃথিবীতে যেখানে ২০ লাখ বছরেও বৃষ্টি হয়নি: জীবন্ত ডেড জোন বলা হয় যাকে

ছবি: সংগৃহীত

পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেখানে বিগত ২০ লাখ বছরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য। তবে আশ্চর্যের বিষয় হলো, এই জায়গাটি কোনো মরুভূমি নয় বরং বরফে ঢাকা এক রহস্যময় অঞ্চল। দক্ষিণ মেরুর অন্তর্গত এই স্থানটির নাম ‘ম্যাক মোরডো ড্রাই ভ্যালি’। এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও ঠান্ডা এলাকাগুলোর একটি। বিশ্বের বিস্ময়কর স্থানগুলোর মধ্যে এটি অন্যতম।

বিস্ময়কর জলহীনতা ও বৈজ্ঞানিক আগ্রহ

লাইফ সাইন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্টার্কটিকার এই অঞ্চলে গড় বাৎসরিক বৃষ্টিপাত প্রায় শূন্য। এমনকি তুষারপাতও হয় না বললেই চলে। গবেষকদের মতে, ফ্রিজ হিলস নামে এক নির্দিষ্ট অংশে শেষবার তরল পানির প্রবাহ ঘটেছিল প্রায় এক কোটি ৪০ লাখ বছর আগে। এ কারণেই বিজ্ঞানীরা এই স্থানকে মঙ্গল গ্রহের পরিবেশের সঙ্গে তুলনা করেন। নাসা পর্যন্ত তাদের রোভার ও যন্ত্রপাতি এখানকার কঠিন ও জীবাণুহীন পরিবেশে পরীক্ষা চালিয়ে থাকে।

আদ্রতাবিহীন জীবন্ত ডেড জোন

ম্যাক মোরডো ড্রাই ভ্যালির চারপাশে রয়েছে উঁচু পর্বত ও বরফের প্রাচীর, যার ফলে বাইরের আর্দ্রতা সেখানে প্রবেশ করতে পারে না। এ কারণে এই অঞ্চলে কোনো মেঘ গঠিত হয় না এবং স্বাভাবিকভাবেই বৃষ্টিও পড়ে না। এটি যেন পৃথিবীর এক জীবন্ত ডেড জোন যেখানে প্রকৃতি নিজেই আর্দ্রতার প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে।

শেখ ফরিদ

×