ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বহুদিন পরে 

এনামুল কবির

প্রকাশিত: ২২:০৫, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২২:৩০, ১২ জুলাই ২০২৫

বহুদিন পরে 

লেখক ও কবি: এনামুল কবির

বহুদিন পর,হঠাৎ—ভেজা বাতাসের গন্ধে
তোমার চোখ জ্বলে উঠা আগুনের মতো চাহনি
পকেটে কবিতা নেই,আমি হতাশ
আছে বুকভরা হাহাকার
আর ঠোঁটে শুকিয়ে যাওয়া হাজার চুমুর ইতিহাস

আমি চিনিনি তোমায়
তবু বলি,কেমন আছো ?—এ যেন আজন্ম পাপ
হাজার বছরের নির্বোধ প্রেমিকের অভিশাপ !

বহুদিন পর,
যেন স্পর্শে পুড়ে যাচ্ছে আকাশ
কোন লজ্জা নেই,আমি এখনো তোমার
বুকের ছাদের উপর দাঁড়িয়ে চিৎকার করি
তুমি ফিরেছো! তুমি ফিরেছো! আবার

চারপাশে মানুষ হাসে
আমার ভাঙা চশমায় কবিতার কাঁচ পড়ে আছে
তোমার চোখে এক ফোঁটা অশ্রু আসে যদি
তা আমার তৃষ্ণার চরমতম নদী !

তুমি হয়ত এসেছো নিছকই যাত্রী হয়ে
আমি তো যাত্রাভিত্তিক জীবনে কেবল
তোমার প্ল্যাটফর্ম হইতে চেয়েছিলাম !
তবু কেনো চোখের পেছনে আগুন ?
তবু কেনো বুকের ভেতর এতটা বিদ্যুৎ ?

আমার সমস্ত অপ্রাপ্তির উন্মাদনা
তোমার এক ঝলক হাসিতে আত্মহত্যা করে প্রতি রাতে
তুমি বহুদিন পর এলে
আমি বহু যুগ আগে থেকেই প্রস্তুত ছিলাম পুড়ে যেতে..

কবি: এনামুল কবির, সদরপুর ,ফরিদপুর 

হ্যাপী

×